Vivo X Fold 3: iPhone, Samsung-এর দিন শেষ! Vivo-র ফোল্ডেবল X Fold 3-র দাম ও ফিচার চমকে দেবে!
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Vivo X Fold 3: iPhone, Samsung-কে পিছনে ফেলে দেবে Vivo-র এই ফোন! বিশ্বের সব থেকে পাতলা ফোল্ডেবল ফোন হতে চলেছে X Fold 3, দাম, ক্যামেরা ফিচার জানলে মাথা ঘুরে যাবে!
advertisement
X Fold 3 সিরিজের স্মার্টফোন ভারতের বাজারে সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন হতে চলেছে। ভাঁজ করলে এটা ১১.৫ এমএম পুরু হবে। ওজন মাত্র ২৩৬ গ্রাম। Vivo এতে কার্বন ফাইবার ভিত্তিক টেকসই কবজা ব্যবহার করেছে, যাতে দীর্ঘদিন চলে। পরীক্ষা করার জন্য কোম্পানি X Fold 3 ফোন ৫ লাখ বার ওপেন এবং ক্লোজ করে দেখেছে, যা প্রায় ১২ বছরের ব্যবহারের সমান। photo source collected
advertisement
advertisement
কোম্পানি নিশ্চিত করেছে যে নতুন X Fold 3-তে গুগলের জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স জেমিনি চালিত ফিচার, রিয়েল টাইম অনুবাদ, অডিও ট্রান্সক্রিপশন, নোট অ্যাসিস্ট্যান্ট থাকছে। নতুন X Fold 3 ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে। এতে ৬.৫৩ ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে। ফোল্ড খুললে ডিসপ্লে-র মাপ হয় ৮.৩ ইঞ্চি। এর পাশাপাশি 4,500nit পিক ব্রাইটনেস, যা এখনও পর্যন্ত যে কোনও ফোল্ডেবল ফোনের জন্য সর্বোচ্চ। photo source collected
advertisement
advertisement