TVS Ronin 225: Royal Enfield-এর চাপ বাড়াতে হাজির TVS Ronin! একবার দেখলেই পছন্দ হওয়ার মতো বাইক

Last Updated:
TVS Ronin 225: ভারতের বাজারে রয়্যাল এনফিল্ড-কে টক্কর দেবে এই বাইক! যেমন দেখতে, তেমন ফিচার্স।
1/7
ভারতের বাজারে রনিন ২২৫ আর্বান স্ক্র্যাম্বলার লঞ্চ করল টিভিএস। এই বাইকের মূল্য ১.৪৯ লাখ টাকা (এক্স শোরুম)।
ভারতের বাজারে রনিন ২২৫ আর্বান স্ক্র্যাম্বলার লঞ্চ করল টিভিএস। এই বাইকের মূল্য ১.৪৯ লাখ টাকা (এক্স শোরুম)।
advertisement
2/7
Royal Enfield Hunter 350 ও Yezdi Scrambler-কে কড়া টক্কর দেবে টিভিএস রনিন।
Royal Enfield Hunter 350 ও Yezdi Scrambler-কে কড়া টক্কর দেবে টিভিএস রনিন।
advertisement
3/7
ডুয়েল পার্পাস টায়ার, হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, গোল্ডেন ডিপ্ড ইউএসভি ফ্রন্ট ফর্ক এই বাইককে আরও আকর্ষণীয় করেছে। এলইডি লাইটস-এর সঙ্গে সার্কুলার হেডল্যাম্প থাকছে।
ডুয়েল পার্পাস টায়ার, হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, গোল্ডেন ডিপ্ড ইউএসভি ফ্রন্ট ফর্ক এই বাইককে আরও আকর্ষণীয় করেছে। এলইডি লাইটস-এর সঙ্গে সার্কুলার হেডল্যাম্প থাকছে।
advertisement
4/7
TVS SmartXonnect  ব্লুটুথ ফিচার থাকবে। ডিজিটাল রাউন্ড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকবে এই মডেলে। ভয়েস অ্যাসিস্ট ফিচার থাকবে।
TVS SmartXonnect ব্লুটুথ ফিচার থাকবে। ডিজিটাল রাউন্ড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকবে এই মডেলে। ভয়েস অ্যাসিস্ট ফিচার থাকবে।
advertisement
5/7
টি শেপড এলইডি থাকবে। টেল লাইট থাকবে সিটের নিচের অংশে।
টি শেপড এলইডি থাকবে। টেল লাইট থাকবে সিটের নিচের অংশে।
advertisement
6/7
এই মডেলে ইন্টেলিজেন্ট ইলেকট্রনিক আর্কিটেকচার থাকবে। সেটি ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম, ABS এবং অন্যান্য অনেক ফাংশন নিয়ন্ত্রণ করবে বলে দাবি করা হচ্ছে।
এই মডেলে ইন্টেলিজেন্ট ইলেকট্রনিক আর্কিটেকচার থাকবে। সেটি ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম, ABS এবং অন্যান্য অনেক ফাংশন নিয়ন্ত্রণ করবে বলে দাবি করা হচ্ছে।
advertisement
7/7
Ronin-এ 225.9cc সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন থাকবে। 7,750 rpm-এ 15.01 kW পাওয়ার এবং 3,750 rpm-এ 19.93 Nm পিক টর্ক উৎপন্ন হবে৷ মোটরসাইকেলটি 120 kmph সর্বোচ্চ গতিতে চালানো যাবে। সাইলেন্ট স্টার্ট সিস্টেম থাকবে।
Ronin-এ 225.9cc সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন থাকবে। 7,750 rpm-এ 15.01 kW পাওয়ার এবং 3,750 rpm-এ 19.93 Nm পিক টর্ক উৎপন্ন হবে৷ মোটরসাইকেলটি 120 kmph সর্বোচ্চ গতিতে চালানো যাবে। সাইলেন্ট স্টার্ট সিস্টেম থাকবে।
advertisement
advertisement
advertisement