Truecaller থেকে সাবধান, আপনার অজান্তেই খুলে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট !
Last Updated:
গ্রাহকের অনুমতি ছাড়াই ICICI ব্যাঙ্কে UPI অ্যাকাউন্টের জন্য রেজিস্ট্রেশন করে দিচ্ছে Truecaller
advertisement
অভিযোগের পর কোম্পানি লেটেস্ট আপডেটে ভুল থাকার কথা স্বীকার করেছে। এটা আপডেটের একটা বুল থেকে হয়েছে। আরও বেশি গ্রাহক যেন এই সমস্যায় না পড়েন তাই ইতিমধ্যেই এই আপডেট পাঠানো বন্ধ করা হয়েছে। এই আপডেট পাঠানোর জন্য আমরা দুঃখিত। ইতিমধ্যেই এই সমস্যার সমাধানে ব্যবস্থা নিয়েছি আমরা, জানিয়েছে Truecaller। এটাও জানিয়েছে যে, গ্রাহক চাইলে নিজে থেকে ইউপিআই সার্ভিস থেকে ডিরেজিস্টার করে নিতে পারবেন।
advertisement
advertisement