সুখবর! এবার দিনে যত খুসি পাঠান এসএমএস লাগবে না কোনও শুল্ক । মঙ্গলবার টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India) জানিয়েছে যে দৈনিক ১০০ এসএমএস শেষ হয়ে গেলে মেসেজ পাঠালে যে ৫০ পয়সা লাগতো সেই শুল্ক বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছে।
advertisement
2/5
২০১২ সালে নভেম্বর মাসে ট্রাই নির্দেশ দিয়েছিল যে অযৌক্তিক মেসেজের সমস্যা সমাধানের জন্য সর্বনিম্ন ৫০ পয়সা করে ফি দিতে হবে।
advertisement
3/5
ট্রাই কমিউনিকেশন ট্যারিফ (৬৫ সংশোধন) যে নির্দেশ ২০২০-র খসড়াতে বলেছে যে টেলিকম কমার্সিয়াল কমিউনিকেশন কাস্টোমার প্রেফারেন্স রেগুলেশন ২০১৮ শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই বোঝা গিয়েছিল যে এসএমএসের জন্য কোনও শুল্ক দেওয়ার প্রয়োজন নেই।
advertisement
4/5
এই কথা মাথায় রেখেই টেলিকমিউনিকেশন ট্যারিফ (৬৫ সংশোধন) নির্দেশ ২০২০-র খসড়া আগে টেলিকমিউনিকেশন ট্যারিফ (৫৪ সংশোধন) নির্দেশে শুরু হওয়া এসএমএস শুল্ক সঙ্গে জড়িত নিয়ামক বিধান প্রত্যাহারের প্রস্তাব।
advertisement
5/5
ট্রাই ৬৫ সংশোধনের ড্রাফটে সব পক্ষের মতামত দেওয়ার জন্য ৩ মার্চ সময়সীমা নির্ধারণ করেছে। যদিও ১৭ মার্চ জবাব দেওয়ার শেষ তারিখ বলে নির্ধারণ করেছে।