নতুন বছরে গ্রাহকদের জন্য সুখবর! এবার সস্তা হবে টিভি দেখার খরচ। নতুন বছরের শুরুতে নতুন নিয়ম জারি করেছে ট্রাই (টেলিকম রেগুলেটারি অফ ইন্ডিয়া)। গত বছরেই কেব্ল ও ডিটিএইচ পরিষেবার জন্য নতুন নিয়ম চালু করেছিল ট্রাই। সেই নিয়মই সংশোধন করে নতুন নিয়ম চালু করতে চলেছে ট্রাই।
advertisement
2/6
নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকরা সব ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখতে পাবেন মাত্র ১৩০ টাকা দিয়ে। এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি যুক্ত হবে। এতে গ্রাহকরা উপভোগ করতে পারে ২০০টি ফ্রি চ্যানেল।
advertisement
3/6
গ্রাহকরা ৫০০টি ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখতে পাবেন মাত্র ১৬০ টাকা দিয়ে। দ্বিতীয় কানেকশনের দামও কোমিয়ে দিয়েছে ট্রাই। বাড়িতে দ্বিতীয় টিভি থাকলে সেটার জন্য মাত্র ৫২ টাকা দিলেই হবে।
advertisement
4/6
বোকের মধ্যে রাখতে হবে ১২ টাকা বা তার কম দামের চ্যানেলের, ১৯ টাকার চ্যানেল রাখতে পাড়বেন না গ্রাহকরা। এর ফলে গ্রাহকদের প্রায় ৩৩% ডিসকাউন্ট পাবে।
advertisement
5/6
চ্যানেল সংস্থাগুলি নতুন দাম জানাবে ১৫ জানুয়ারির মধ্যে। এমএসও-সহ চ্যানেল প্রদর্শনকারী সংস্থাগুলি সেই দর জানাবে ৩০ জানুয়ারির মধ্যে।নতুন দামে চ্যানেল দেখার সুবিধা গ্রাহকরা পাবে ১ মার্চ থেকে।
advertisement
6/6
গ্রাহকের তালিকায় আ-লা-কার্ট - বা- পে চ্যানেল থাকলে এখনকার মতোই তার মাসুল আলাদা। একটি এইচডি (HD) চ্যানেলকে আগামী দিনেও দু’টি এসডি (SD) চ্যানেলের সমান ধরা হবে। নতুন নিয়মে ব্রডকাস্টারদের ক্যারেজ ফি দিতে হবে 4 লক্ষ টাকা।