Bikes: 'হাইট' কম যাঁদের, এই ৫টি বাইক তাঁদের জন্য একদম 'পারফেক্ট'! দামেও সস্তা, মাইলেজ ভাল
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
Bikes- বাইক ছোটানোর স্বপ্ন তো সকলেই দেখেন। কিন্তু দৈহিক উচ্চতা কম হওয়া বা বেঁটে হওয়ার কারণে অনেকেই বাইক চালানোর স্বপ্ন থেকে পিছিয়ে আসেন।
মাখনের মতো মসৃণ রাস্তা হোক কিংবা রাজপথই হোক, সেখান দিয়ে বাইক ছোটানোর স্বপ্ন তো সকলেই দেখেন। কিন্তু দৈহিক উচ্চতা কম হওয়া বা বেঁটে হওয়ার কারণে অনেকেই বাইক চালানোর স্বপ্ন থেকে পিছিয়ে আসেন। আসলে বাজারে প্রাপ্ত বেশিরভাগ বাইকের আসন বা সিটের উচ্চতা অনেকটাই বেশি থাকে। বলা ভাল, বেশিরভাগ বাইকের সিটই উঁচু হয়। যার জেরে কম দৈহিক উচ্চতাবিশিষ্ট বা বেঁটে রাইডারদের বাইকে বসতে প্রচুর সমস্যা হয়। আর বাইক ছোটানোর স্বপ্ন অধরাই থেকে যায়। তবে চিন্তার কোনও কারণ নেই। সেই কারণে আজকের প্রতিবেদনে এমন ৫টি বাইকের কথা বলব, যেগুলির সিটের উচ্চতা কম। অর্থাৎ এই সমস্ত বাইকের সিট নিচু হয়। ফলে অনায়াসে এই বাইকে বসে চালাতে পারবেন রাইডাররা। তাহলে দেখে নেওয়া যাক নিচু আসন বিশিষ্ট কিছু বাইকের তালিকা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement