iPhone: আসছে iOS 17! অজস্র নতুন ফিচার বদলে দেবে iPhone ব্যবহারের অভিজ্ঞতা

Last Updated:
মনে করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই Apple বছরের সেরা চমক দিতে চলেছে। এই ইভেন্টেই লঞ্চ করা হতে পারে iPhone15।
1/5
একেবারে বদলে যেতে চলেছে iOS ব্যবহারকারীদের অভিজ্ঞতা! অন্তত তেমনই মনে করছে বিশেষজ্ঞ মহল। ইতিমধ্যেই Apple-এর তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে iOS17 লঞ্চ করতে চলেছে। প্রস্তুতি পর্বের কাজ চলছে এই মুহূর্তে। বছরের শেষার্ধে এই নতুন সংস্করণ বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে অনেকদিন ধরেই। এরই মধ্যে বিটা ভার্সনের টিজার নিয়মিত দেখাচ্ছে Apple। তার মধ্যে অজস্র ফিচারের ইঙ্গিত রয়েছে।
একেবারে বদলে যেতে চলেছে iOS ব্যবহারকারীদের অভিজ্ঞতা! অন্তত তেমনই মনে করছে বিশেষজ্ঞ মহল। ইতিমধ্যেই Apple-এর তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে iOS17 লঞ্চ করতে চলেছে। প্রস্তুতি পর্বের কাজ চলছে এই মুহূর্তে। বছরের শেষার্ধে এই নতুন সংস্করণ বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে অনেকদিন ধরেই। এরই মধ্যে বিটা ভার্সনের টিজার নিয়মিত দেখাচ্ছে Apple। তার মধ্যে অজস্র ফিচারের ইঙ্গিত রয়েছে।
advertisement
2/5
সম্প্রতি iOS17-এক বিটা ৬ ভার্সনে মিলেছে এমনই কিছু ইঙ্গিত। যা থেকে বোঝা যেতে পারে আগামী দিনে মেসেজ অ্যাপ ব্যবহার একেবারে বদলে যেতে পারে।
সম্প্রতি iOS17-এক বিটা ৬ ভার্সনে মিলেছে এমনই কিছু ইঙ্গিত। যা থেকে বোঝা যেতে পারে আগামী দিনে মেসেজ অ্যাপ ব্যবহার একেবারে বদলে যেতে পারে।
advertisement
3/5
সাধারণত সেপ্টেম্বর মাসের পরে Apple-এর ইভেন্টগুলি হয়ে থাকে। চলতি বছরও অপেক্ষা রয়েছে সেই দিকে তাকিয়েই। মনে করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই Apple বছরের সেরা চমক দিতে চলেছে। এই ইভেন্টেই লঞ্চ করা হতে পারে iPhone15। নতুন এই ডিভাইসে থাকতে চলেছে iOS17। এই মুহূর্তে টেস্টার, ডেভলপার এবং উৎসাহী ব্যক্তিরাই শুধু ব্যবহার করতে পারবেন নতুন বিটা ভার্সন। তারপর সমস্ত iPhone-এ এই নতুন ভার্সন চলে আসবে। তবে সেক্ষেত্রে ডিভাইসগুলিকে উপযুক্ত হতে হবে।
সাধারণত সেপ্টেম্বর মাসের পরে Apple-এর ইভেন্টগুলি হয়ে থাকে। চলতি বছরও অপেক্ষা রয়েছে সেই দিকে তাকিয়েই। মনে করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই Apple বছরের সেরা চমক দিতে চলেছে। এই ইভেন্টেই লঞ্চ করা হতে পারে iPhone15। নতুন এই ডিভাইসে থাকতে চলেছে iOS17। এই মুহূর্তে টেস্টার, ডেভলপার এবং উৎসাহী ব্যক্তিরাই শুধু ব্যবহার করতে পারবেন নতুন বিটা ভার্সন। তারপর সমস্ত iPhone-এ এই নতুন ভার্সন চলে আসবে। তবে সেক্ষেত্রে ডিভাইসগুলিকে উপযুক্ত হতে হবে।
advertisement
4/5
এই ভার্সন একবার ডিভাইসে এলে ব্যবহারকারীরা অনেক বিশেষ ফিচার পেতে পারেন। তার মধ্যে থাকতে পারে কাস্টমাইজযোগ্য কন্ট্যাক্ট পোস্টার, লাইভ স্টিকার। এছাড়া আসতে পারে StandBy, Catch Up। আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল iOS17 সফটওয়্যার আপডেট করলে মেসেজিং অভিজ্ঞতা এক নতুন পর্যায়ে পৌঁছে যেতে পারে। এই পরিষেবা চালু হয়ে গেলে মেসেজ করার সময় সোয়াইপ করেই রিপ্লাই করা যাবে। সঙ্গে থাকবে ‘থ্রেডেড কনভারসেশন’।
এই ভার্সন একবার ডিভাইসে এলে ব্যবহারকারীরা অনেক বিশেষ ফিচার পেতে পারেন। তার মধ্যে থাকতে পারে কাস্টমাইজযোগ্য কন্ট্যাক্ট পোস্টার, লাইভ স্টিকার। এছাড়া আসতে পারে StandBy, Catch Up। আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল iOS17 সফটওয়্যার আপডেট করলে মেসেজিং অভিজ্ঞতা এক নতুন পর্যায়ে পৌঁছে যেতে পারে। এই পরিষেবা চালু হয়ে গেলে মেসেজ করার সময় সোয়াইপ করেই রিপ্লাই করা যাবে। সঙ্গে থাকবে ‘থ্রেডেড কনভারসেশন’।
advertisement
5/5
‘সোয়াইপ টু রিপ্লাই’ ফিচার পাওয়া গেলে Whatsapp-এর মতো সহজে মেসেজের রিপ্লাই করা যাবে। গ্রুপ চ্যাটের ক্ষেত্রে কোনও মেসেজের প্রত্যুত্তর দিতে গেলে ডানদিকে রিপ্লাই অপশন পাওয়া যায়। তাতে গ্রুপের কথপোকথনের মধ্যে একটা শৃঙ্খলা থাকে। পরপর আলোচনা খুঁজে পেতে সুবিধা হয়। এই ফিচার এতদিন iPhone-এ ছিল না। এবার তা পাবেন ব্যবহারকারীরা। মেসেজিং-এর মতো জনপ্রিয় অ্যাপে এই ফিচার থাকলে যে সুবিধা হবে তা মানছেন সকলেই।
‘সোয়াইপ টু রিপ্লাই’ ফিচার পাওয়া গেলে Whatsapp-এর মতো সহজে মেসেজের রিপ্লাই করা যাবে। গ্রুপ চ্যাটের ক্ষেত্রে কোনও মেসেজের প্রত্যুত্তর দিতে গেলে ডানদিকে রিপ্লাই অপশন পাওয়া যায়। তাতে গ্রুপের কথপোকথনের মধ্যে একটা শৃঙ্খলা থাকে। পরপর আলোচনা খুঁজে পেতে সুবিধা হয়। এই ফিচার এতদিন iPhone-এ ছিল না। এবার তা পাবেন ব্যবহারকারীরা। মেসেজিং-এর মতো জনপ্রিয় অ্যাপে এই ফিচার থাকলে যে সুবিধা হবে তা মানছেন সকলেই।
advertisement
advertisement
advertisement