Password: ফোন থেকে ল্যাপটপ, সবেতেই একই রকম পাসওয়ার্ড? বড় ভুল, ৫ জিনিস মনে রাখা খুব জরুরি
- Published by:Ankita Tripathi
- trending desk
Last Updated:
Password: প্রত্যেকটি পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা এড়াতে, আমরা অনেক সময় সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড একইরকম রাখি। কিন্তু, তা করা উচিত নয়।
advertisement
advertisement
advertisement
তাই পাসওয়ার্ড সেট করার সময় কিছু বিষয়ে বিশেষ খেয়াল রাখা জরুরি। সেই জন্যই, আজ আমরা এমন কিছু টিপস সম্পর্কে বলছি, যা অবশ্যই পাসওয়ার্ড সেট করার সময় মনে রাখতে হবে। সংখ্যা, বড় হাতের এবং ছোট হাতের অক্ষরের মিশ্রণে পাসওয়ার্ড রাখার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও, #, @ এর মতো চিহ্নগুলিও ব্যবহার করা যেতে পারে।
advertisement
পাসওয়ার্ড যত বেশি স্ট্রং রাখা হবে, নিরাপত্তা তত বেশি হবে। তাই দীর্ঘ পাসওয়ার্ড বেছে নেওয়া প্রয়োজন। আবার দীর্ঘ পাসওয়ার্ড মনে রাখা সহজ নাও হতে পারে। কিন্তু, এটি নিজেদের ডেটা সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে। লম্বা পাসওয়ার্ড সাধারণত বোঝা বা অনুমান করা কঠিন। পাসওয়ার্ডটি কমপক্ষে যেন ১২ থেকে ১৫ অক্ষর দীর্ঘ হয়, তা নিশ্চিত করার চেষ্টা করতে হবে।
advertisement
advertisement