Tips and Tricks: বর্ষায় গাড়ির দুর্গন্ধে নাজেহাল, পারফিউমও কাজে দিচ্ছে না? ঘরোয়া টোটকায় মিলবে সমাধান
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Car Odor Removal Tips: ঘরের মধ্যে স্যাঁতসেঁতে অবস্থা এবং দুর্গন্ধ তো রয়েছেই। সেই সঙ্গে রান্নাঘরের ক্যাবিনেটের উপর রাখা জিনিসপত্রের উপরেও দেখা যাচ্ছে আর্দ্রতার প্রভাব। 
 বর্ষার মরশুম এসে যাওয়ার সঙ্গে সঙ্গে পাহাড় থেকে সমতল - সব জায়গায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। এর ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যা স্বাভাবিক জনজীবনের উপরেও ব্যাপক প্রভাব ফেলছে। ঘরের মধ্যে স্যাঁতসেঁতে অবস্থা এবং দুর্গন্ধ তো রয়েছেই। সেই সঙ্গে রান্নাঘরের ক্যাবিনেটের উপর রাখা জিনিসপত্রের উপরেও দেখা যাচ্ছে আর্দ্রতার প্রভাব।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
 সারা রাত গাড়িতে কাটা পেঁয়াজ: পেঁয়াজ কুচিয়ে একটি প্লেটে রাখতে হবে এবং সেই প্লেটটিকে গাড়ির ভিতরে এক রাত রেখে দিতে হবে। পরের দিন সকালে সেই প্লেটটি বের করে নিতে হবে। আসলে পেঁয়াজের তীব্র ঝাঁঝালো গন্ধ গাড়ির ভিতরের দুর্গন্ধ দূর করে। এরপর গাড়ির জানালা খুলে বাতাস চলাচল করতে দিতে হবে। এতে পেঁয়াজের গন্ধের সঙ্গে সঙ্গে গাড়ির দুর্গন্ধও দূর হবে।
advertisement
 তেজপাতা এবং লবঙ্গ: ন্যাচারাল কার এয়ার ফ্রেশনার ঘরের সহজলভ্য জিনিস দিয়েই বানিয়ে নেওয়া যেতে পারে। একটি কাপড়ের ব্যাগে কিছু তেজপাতা এবং ৪-৫টি লবঙ্গ রেখে রিয়ার মিররে কাছে ঝুলিয়ে দিতে হবে। এই টোটকা ব্যবহারের ফলে হালকা অথচ প্রাকৃতিক সুবাস গাড়ির ভিতরে ছড়িয়ে পড়বে এবং দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যাবে।
advertisement

