FaceApp-এর পর এবার নতুন ওয়েবসাইট, আপনার সেলফি পাবে নতুন লুক

Last Updated:
আপনার ছবিকে দিন আর্টিস্টিক পোর্ট্রেট লুক এই ওয়েবসাইটের সাহায্যে
1/5
ফেসঅ্যাপ (FaceApp) নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে চেহারার ধরন পাল্টানোর বিষয়টি নিয়ে এখন তোলপাড় চলছে। সবাই নিজের বুড়ো বয়সের ছবি ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রামে পোস্ট করছেন। এবার ট্রাই করুন কিছু নতুন।
ফেসঅ্যাপ (FaceApp) নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে চেহারার ধরন পাল্টানোর বিষয়টি নিয়ে এখন তোলপাড় চলছে। সবাই নিজের বুড়ো বয়সের ছবি ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রামে পোস্ট করছেন। এবার ট্রাই করুন কিছু নতুন।
advertisement
2/5
aiportraits.com এমন একটি ওয়েবসাইট যা আপনার ফটোকে একটি আর্টিস্টিক পোর্ট্রেট বানিয়ে দেবে। এই ওয়েবসাইটটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাহায্যে আপনার ছবিটিকে অয়েল বা ওয়াটআর পেইন্টিয়ে বদলে দেবে।
aiportraits.com এমন একটি ওয়েবসাইট যা আপনার ফটোকে একটি আর্টিস্টিক পোর্ট্রেট বানিয়ে দেবে। এই ওয়েবসাইটটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাহায্যে আপনার ছবিটিকে অয়েল বা ওয়াটআর পেইন্টিয়ে বদলে দেবে।
advertisement
3/5
এর সাহায্যে আপনি আপনার ছবিকে ভয়াবহ বা আর্টিস্টিক পেইন্টিয়ে বদলে নিতে পারেন। সেলফিট এলন কিছু অ্যালগরিদম আছে যাত সাহায্যে আপনার ফটোর স্টাইল বাড়িয়ে দেবে।
এর সাহায্যে আপনি আপনার ছবিকে ভয়াবহ বা আর্টিস্টিক পেইন্টিয়ে বদলে নিতে পারেন। সেলফিট এলন কিছু অ্যালগরিদম আছে যাত সাহায্যে আপনার ফটোর স্টাইল বাড়িয়ে দেবে।
advertisement
4/5
ফেসঅ্যাপের বিরুদ্ধে উঠছে তথ্য চুরির অভিযোগ। কিন্তু এই ওয়েবসাইটে কোন ধরনের বিপদ হবে না। আপনার ছবিটিকে সার্ভারে পাঠানো হয় পোর্ট্রেট করার জন্য। তারপর ছবিটিকে সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়া হয়। এমনটাই দাবি করেছে রিসার্চ টিম। কোনও উদ্দেশ্যের জন্য ছবি সেভ করে রাখা হয় না।
ফেসঅ্যাপের বিরুদ্ধে উঠছে তথ্য চুরির অভিযোগ। কিন্তু এই ওয়েবসাইটে কোন ধরনের বিপদ হবে না। আপনার ছবিটিকে সার্ভারে পাঠানো হয় পোর্ট্রেট করার জন্য। তারপর ছবিটিকে সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়া হয়। এমনটাই দাবি করেছে রিসার্চ টিম। কোনও উদ্দেশ্যের জন্য ছবি সেভ করে রাখা হয় না।
advertisement
5/5
এই ওয়েবসাইটের সবচেয়ে বড় বিশেষত্ব এটা যে এর অ্যালগরিদম বুঝে যায় যে কোন স্টাইল আপনার সেলফিটে ভালো লাগবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, সাইট আপনার মুখের বিশেষ বৈশিষ্ট্যগুলিতে আরো বাড়িয়ে দেয়।
এই ওয়েবসাইটের সবচেয়ে বড় বিশেষত্ব এটা যে এর অ্যালগরিদম বুঝে যায় যে কোন স্টাইল আপনার সেলফিটে ভালো লাগবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, সাইট আপনার মুখের বিশেষ বৈশিষ্ট্যগুলিতে আরো বাড়িয়ে দেয়।
advertisement
advertisement
advertisement