Five Cheapest Scooters Of India: পকেটে টান, কিন্তু দুচাকার শখ! দেখে নিন দেশের সব থেকে সস্তা পাঁচটি স্কুটি

Last Updated:
Top 5 cheapest scooters: এই পাঁচটি স্কুটার দেখুন। পকেটে টাকা কম থাকলেও শখ পূরণ হতে পারে।
1/5
পকেটে টান। এদিকে, দুচাকার শখ! তবে দেশের কয়েকটি সস্তার স্কুটার দেখে নিতে পারেন। সবার প্রথমে দেখে নিন TVS Scooty Pep Plus. এটাই দেশের সব থেকে সস্তা স্কুটি। ৫ বিইএচপি পাওয়ার ও ৬.৫ এনএম টর্ক পাওয়া যাবে এই স্কুটিতে। এই স্কুটারের দাম ৫৮ থেকে ৬০ হাজার টাকার মধ্যে (এক্স শোরুম)।
পকেটে টান। এদিকে, দুচাকার শখ! তবে দেশের কয়েকটি সস্তার স্কুটার দেখে নিতে পারেন। সবার প্রথমে দেখে নিন TVS Scooty Pep Plus. এটাই দেশের সব থেকে সস্তা স্কুটি। ৫ বিইএচপি পাওয়ার ও ৬.৫ এনএম টর্ক পাওয়া যাবে এই স্কুটিতে। এই স্কুটারের দাম ৫৮ থেকে ৬০ হাজার টাকার মধ্যে (এক্স শোরুম)।
advertisement
2/5
Hero Pleasure Plus. এই স্কুটারে ৮ বিএইচপি পাওয়ার ও ৯ এনএস টর্ক পাবেন। দাম ৭১,১০০ টাকা (এক্স শোরুম)। ১১০ সিসি ইঞ্জিন পাওয়া যাবে। স্টাইলিস লুকস, বেসিক ফিচার থাকবে। তবে ব্লু-টুথ কানেক্টিভিটি রয়েছে।
Hero Pleasure Plus. এই স্কুটারে ৮ বিএইচপি পাওয়ার ও ৯ এনএস টর্ক পাবেন। দাম ৭১,১০০ টাকা (এক্স শোরুম)। ১১০ সিসি ইঞ্জিন পাওয়া যাবে। স্টাইলিস লুকস, বেসিক ফিচার থাকবে। তবে ব্লু-টুথ কানেক্টিভিটি রয়েছে।
advertisement
3/5
১০৯.৭ সিসি ইঞ্জিন থেকে ৮ বিএইচপি পাওয়ার ও ৯ এনএম টর্ক পাওয়া যাবে। এলইডি ডিআরএল ও টিউবলেস টায়ার রয়েছে। ওজনে হালকা। যাঁরা সবেমাত্র স্কুটার চালাচ্ছেন, তাঁদের জন্য এই স্কুটার বেশ ভাল পারফর্ম করবে। দাম ৬৬,৩১৮ (এক্স শোরুম)।
১০৯.৭ সিসি ইঞ্জিন থেকে ৮ বিএইচপি পাওয়ার ও ৯ এনএম টর্ক পাওয়া যাবে। এলইডি ডিআরএল ও টিউবলেস টায়ার রয়েছে। ওজনে হালকা। যাঁরা সবেমাত্র স্কুটার চালাচ্ছেন, তাঁদের জন্য এই স্কুটার বেশ ভাল পারফর্ম করবে। দাম ৬৬,৩১৮ (এক্স শোরুম)।
advertisement
4/5
স্পোর্ট লুক-এর স্কুটার। ১১০ সিসি ইঞ্জিন ৮ বিএইচপি পাওয়ার ও  ৯ এনএম টর্ক জেনারেট করবে। ইঞ্জিন অন-অফ সুইচ রয়েছে। এছাড়া তিনটি মোডে এই স্কুটার চালানো যাবে। যার ফলে মাইলেজ ভাল পাওয়া যেতে পারে। দাম ৬৮, ৪৭৩ (এক্স শোরুম)।
স্পোর্ট লুক-এর স্কুটার। ১১০ সিসি ইঞ্জিন ৮ বিএইচপি পাওয়ার ও ৯ এনএম টর্ক জেনারেট করবে। ইঞ্জিন অন-অফ সুইচ রয়েছে। এছাড়া তিনটি মোডে এই স্কুটার চালানো যাবে। যার ফলে মাইলেজ ভাল পাওয়া যেতে পারে। দাম ৬৮, ৪৭৩ (এক্স শোরুম)।
advertisement
5/5
TVS Jupiter. এই স্কুটারে ১১০ সিিস ইঞ্জিন। ৭ বিএইচপি পাওয়ার ও ৮ এনএম টর্ক জেনারেট হবে। সব থেকে বেশি বিক্রি হওয়ার স্কুটার এটি। চারটি ভ্যারিয়েন্টে ভারতের বাজারে পাওয়া যায় এই স্কুটার।
TVS Jupiter. এই স্কুটারে ১১০ সিিস ইঞ্জিন। ৭ বিএইচপি পাওয়ার ও ৮ এনএম টর্ক জেনারেট হবে। সব থেকে বেশি বিক্রি হওয়ার স্কুটার এটি। চারটি ভ্যারিয়েন্টে ভারতের বাজারে পাওয়া যায় এই স্কুটার।
advertisement
advertisement
advertisement