পকেটে টান। এদিকে, দুচাকার শখ! তবে দেশের কয়েকটি সস্তার স্কুটার দেখে নিতে পারেন। সবার প্রথমে দেখে নিন TVS Scooty Pep Plus. এটাই দেশের সব থেকে সস্তা স্কুটি। ৫ বিইএচপি পাওয়ার ও ৬.৫ এনএম টর্ক পাওয়া যাবে এই স্কুটিতে। এই স্কুটারের দাম ৫৮ থেকে ৬০ হাজার টাকার মধ্যে (এক্স শোরুম)।
2/ 5
Hero Pleasure Plus. এই স্কুটারে ৮ বিএইচপি পাওয়ার ও ৯ এনএস টর্ক পাবেন। দাম ৭১,১০০ টাকা (এক্স শোরুম)। ১১০ সিসি ইঞ্জিন পাওয়া যাবে। স্টাইলিস লুকস, বেসিক ফিচার থাকবে। তবে ব্লু-টুথ কানেক্টিভিটি রয়েছে।
3/ 5
TVS Scooty Zest 110. ১০৯.৭ সিসি ইঞ্জিন থেকে ৮ বিএইচপি পাওয়ার ও ৯ এনএম টর্ক পাওয়া যাবে। এলইডি ডিআরএল ও টিউবলেস টায়ার রয়েছে। ওজনে হালকা। যাঁরা সবেমাত্র স্কুটার চালাচ্ছেন, তাঁদের জন্য এই স্কুটার বেশ ভাল পারফর্ম করবে। দাম ৬৬,৩১৮ (এক্স শোরুম)।
4/ 5
Honda Dio.স্পোর্টি লুক-এর স্কুটার। ১১০ সিসি ইঞ্জিন ৮ বিএইচপি পাওয়ার ও ৯ এনএম টর্ক জেনারেট করবে। ইঞ্জিন অন-অফ সুইচ রয়েছে। এছাড়া তিনটি মোডে এই স্কুটার চালানো যাবে। যার ফলে মাইলেজ ভাল পাওয়া যেতে পারে। দাম ৬৮, ৪৭৩ (এক্স শোরুম)।
5/ 5
TVS Jupiter. এই স্কুটারে ১১০ সিিস ইঞ্জিন। ৭ বিএইচপি পাওয়ার ও ৮ এনএম টর্ক জেনারেট হবে। সব থেকে বেশি বিক্রি হওয়ার স্কুটার এটি। চারটি ভ্যারিয়েন্টে ভারতের বাজারে পাওয়া যায় এই স্কুটার।