Xiaomi Redmi 12: বিরাট ধামাকা! পয়লা অগাস্ট ভারতে আসছে 'Redmi 12', রয়েছে তুখোড় ফিচার,দামও বাজেটের মধ্যে
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Xiaomi Redmi 12: চিনের জনপ্রিয় কোম্পানি Xiaomi আগামী মাসে ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করার বিষয়টি নিশ্চিত করেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, Redmi 12 ফোন ভারতে আগামী ১ অগাস্ট লঞ্চ করা হবে।
চিনের জনপ্রিয় কোম্পানি Xiaomi আগামী মাসে ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করার বিষয়টি নিশ্চিত করেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, Redmi 12 ফোন ভারতে আগামী ১ অগাস্ট লঞ্চ করা হবে। প্রাথমিক টিজারে এই ফোনটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর দিশা পটানি ফোনটির ঝলক দেখিয়েছেন। এই ফোনের ক্রিস্টাল গ্লাস ডিজাইন সামনে এসেছে। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের সমস্ত খুঁটিনাটি।
advertisement
advertisement
স্মার্টফোনটি সম্প্রতি ইউরোপে লঞ্চ করা হয়েছে, যার মূল্য ১৯৯ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,০০০ টাকা। ভারতেও স্মার্টফোনটির দাম একই রকম হতে পারে। স্মার্টফোনটি তিনটি রঙে আসতে পারে — মিডনাইট ব্ল্যাক, স্কাই ব্লু এবং পোলার সিলভার। ফাঁস হওয়া কিছু তথ্য অনুযায়ী, আসন্ন রেডমি ১২ লঞ্চের পরে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এবং ফ্লিপকার্টে বিক্রি করা হবে।
advertisement
রিপোর্ট অনুযায়ী, ভারতে লঞ্চ করা Redmi 12 ফোনের ফিচার গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো থাকবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটিতে ৯০Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৭৯-ইঞ্চির FHD+ ডট ডিসপ্লে রয়েছে বলে জানা গিয়েছে। গ্লোবাল ভ্যারিয়েন্টটি 'অ্যাডাপ্টিভ সিঙ্ক ডিসপ্লে' এর সঙ্গে তৈরি, যা ৩৬Hz, ৪৮Hz, ৬০Hz এবং ৯০Hz রিফ্রেশ রেটের মধ্যে নিজেকে পরিবর্তন করতে পারে। ফোনটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য একটি IP53 রেটিং সহ আসছে।
advertisement
স্মার্টফোনটি MediaTek Helio G88 চিপসেট দ্বারা চালিত হবে এবং সম্ভবত ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি পর্যন্ত অভ্যন্তরীণ স্টোরেজ অফার করতে পারে যা ১TB পর্যন্ত প্রসারিত করা যেতে পারে। Redmi 12 ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে। যার মধ্যে থাকতে পারে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ভিডিও কল এবং সেলফির জন্য এই ফোনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা ব্যবহার করা হতে পারে।
advertisement