Wi-Fi রাউটারের বিপদ কোথায়? Wi-Fi-কে WLAN-ও বলা হয়। আসলে এটি একটি বেতার নেটওয়ার্ক যেখানে অন্তত একটি অ্যান্টেনার সাহায্যে ইন্টারনেট সংযুক্ত থাকে ল্যাপটপ, কম্পিউটার, ফোনের মতো ওয়্যারলেস ডিভাইসের সঙ্গে। Wi-Fi নেটওয়ার্ক-এ ইলেক্ট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি (EMFs) ব্যবহার করে।