কারেন্ট পুড়বে কম, বিল আসবে না বেশি! এসি-র ম্যাজিক মোড 'এটাই', অনেকে জানেন না

Last Updated:
এসি এই মোডে চালালে খুব তাড়াতাড়ি ঘরকে ঠান্ডা করে দেবে। আর্দ্র আবহাওয়া কখনও কখনও সমস্যা তৈরি করে। এই মোডে চালালে কোনও সমস্যা হবে না।
1/6
বেশিরভাগ সময় আর্দ্র আবহাওয়ায় এয়ার কন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সঠিক ভাবে কাজ করতে পারে না। এই পরিস্থিতিতে একটা সমাধানের প্রয়োজন হয়। যা ঘরকে সঙ্গে সঙ্গে ঠান্ডা করে দেবে। আর্দ্র আবহাওয়া কখনও কখনও সমস্যা তৈরি করে। এই পরিস্থিতিতে আজকের প্রতিবেদনে আমরা এয়ার কন্ডিশনার বা এসি-র একটি মোডের বিষয়ে আলোচনা করব। আর এই মোডে এসি-র তাপমাত্রা একবার সেট করলে ঘর ঠান্ডা নিয়ে চিন্তা করতে হবে না। তাই বোঝাই যাচ্ছে যে, হাঁসফাঁস গরমে এই মোডে এসি চালিয়ে রাখলে দারুণ আরাম পাওয়া যাবে।
বেশিরভাগ সময় আর্দ্র আবহাওয়ায় এয়ার কন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সঠিকভাবে কাজ করতে পারে না। এই পরিস্থিতিতে একটা সমাধানের প্রয়োজন হয়। যা ঘরকে সঙ্গে সঙ্গে ঠান্ডা করে দেবে। আর্দ্র আবহাওয়া কখনও কখনও সমস্যা তৈরি করে। এই পরিস্থিতিতে আজকের প্রতিবেদনে আমরা এয়ার কন্ডিশনার বা এসি-র একটি মোডের বিষয়ে আলোচনা করব। আর এই মোডে এসি-র তাপমাত্রা একবার সেট করলে ঘর ঠান্ডা নিয়ে চিন্তা করতে হবে না। তাই বোঝাই যাচ্ছে যে, হাঁসফাঁস গরমে এই মোডে এসি চালিয়ে রাখলে দারুণ আরাম পাওয়া যাবে।
advertisement
2/6
সেটা কোন মোড?এখানে যে মোডের বিষয়ে কথা বলছি, সেটিকে বলা হয় ড্রাই মোড। এই বিষয়ে বিশদে জানা যাক।
১. যখন ড্রাই মোডে এসি চালানো হয়, তখন এসি-র কুলিং কয়েল ঠান্ডা হয়।
২. বাতাস ঘরের মধ্যে দিয়ে এবং এই কয়েলের উপর দিয়ে প্রবাহিত হয়।
৩. ঠান্ডা কয়েলের সংস্পর্শে এলে বাতাসে উপস্থিত জলের বাষ্প ঠান্ডা হয় এবং তা ড্রপলেট বা ফোঁটায় পরিণত হয়।
৪. এই ড্রপলেটগুলি ড্রেনেজ পাইপের মধ্যে দিয়ে বাইরে নির্গত হয়। ফলে ঘরের আর্দ্রতার মাত্রা কমে যায়।
৫. সেই সঙ্গে ঠান্ডা বাতাসও ঘরের তাপমাত্রা কমিয়ে দেয়।
সেটা কোন মোড?
এখানে যে মোডের বিষয়ে কথা বলছি, সেটিকে বলা হয় ড্রাই মোড। এই বিষয়ে বিশদে জানা যাক।
১. যখন ড্রাই মোডে এসি চালানো হয়, তখন এসি-র কুলিং কয়েল ঠান্ডা হয়।
২. বাতাস ঘরের মধ্যে দিয়ে এবং এই কয়েলের উপর দিয়ে প্রবাহিত হয়।
৩. ঠান্ডা কয়েলের সংস্পর্শে এলে বাতাসে উপস্থিত জলের বাষ্প ঠান্ডা হয় এবং তা ড্রপলেট বা ফোঁটায় পরিণত হয়।
৪. এই ড্রপলেটগুলি ড্রেনেজ পাইপের মধ্যে দিয়ে বাইরে নির্গত হয়। ফলে ঘরের আর্দ্রতার মাত্রা কমে যায়।
৫. সেই সঙ্গে ঠান্ডা বাতাসও ঘরের তাপমাত্রা কমিয়ে দেয়।
advertisement
3/6
ড্রাই মোডের সুবিধা:১. ড্রাই মোড বাতাসের অতিরিক্ত আর্দ্রতা দূর করে। ঘরটিকে আরও ঠান্ডা এবং আরামদায়ক করে তোলে।
২. অতিরিক্ত আর্দ্রতার কারণে ছত্রাক বা জীবাণু জন্মাতে পারে। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবে ড্রাই মোড আর্দ্রতার মাত্রা কমিয়ে সেটি প্রতিরোধ করে।
৩. ড্রাই মোড ঘরের আর্দ্রতা কমিয়ে দেয়। ফলে ভেজা জামাকাপড়ও তাড়াতাড়ি শুকিয়ে যায়।
৪. এটি এসি মেশিনের কার্যকারিতাও বাড়ায়। আসলে কম আর্দ্র পরিবেশে কম এনার্জি খরচ করে এসি ঘর ঠান্ডা করতে পারে।
ড্রাই মোডের সুবিধা:
১. ড্রাই মোড বাতাসের অতিরিক্ত আর্দ্রতা দূর করে। ঘরটিকে আরও ঠান্ডা এবং আরামদায়ক করে তোলে।
২. অতিরিক্ত আর্দ্রতার কারণে ছত্রাক বা জীবাণু জন্মাতে পারে। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবে ড্রাই মোড আর্দ্রতার মাত্রা কমিয়ে সেটি প্রতিরোধ করে।
৩. ড্রাই মোড ঘরের আর্দ্রতা কমিয়ে দেয়। ফলে ভেজা জামাকাপড়ও তাড়াতাড়ি শুকিয়ে যায়।
৪. এটি এসি মেশিনের কার্যকারিতাও বাড়ায়। আসলে কম আর্দ্র পরিবেশে কম এনার্জি খরচ করে এসি ঘর ঠান্ডা করতে পারে।
advertisement
4/6
ড্রাই মোড কখন ব্যবহার করা উচিত?বর্ষার মরশুম:
বর্ষাকালে বাতাসের আর্দ্রতার মাত্রা থাকে বেশি। এই পরিস্থিতিতে এসি মেশিন যদি ড্রাই মোডে চালানো হয়, তাহলে ঘরের পরিবেশ আরামদায়ক হয়ে ওঠে।
ড্রাই মোড কখন ব্যবহার করা উচিত?
বর্ষার মরশুম:
বর্ষাকালে বাতাসের আর্দ্রতার মাত্রা থাকে বেশি। এই পরিস্থিতিতে এসি মেশিন যদি ড্রাই মোডে চালানো হয়, তাহলে ঘরের পরিবেশ আরামদায়ক হয়ে ওঠে।
advertisement
5/6
আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল:যাঁরা আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চলে বসবাস করেন, তাঁরা ড্রাই মোড ব্যবহার করতে পারেন। এতে ঘরের পরিবেশ আরামদায়ক এবং স্বাস্থ্যকর থাকে।
আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল:
যাঁরা আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চলে বসবাস করেন, তাঁরা ড্রাই মোড ব্যবহার করতে পারেন। এতে ঘরের পরিবেশ আরামদায়ক এবং স্বাস্থ্যকর থাকে।
advertisement
6/6
জামাকাপড় শুকানোর জন্য:বর্ষার দিনে জামাকাপড় শুকোতেই চাই না। তাই যাতে তা দ্রুত শুকিয়ে যায়, সেই কারণে ড্রাই মোড ব্যবহার করা যেতে পারে।
জামাকাপড় শুকানোর জন্য:
বর্ষার দিনে জামাকাপড় শুকোতেই চাই না। তাই যাতে তা দ্রুত শুকিয়ে যায়, সেই কারণে ড্রাই মোড ব্যবহার করা যেতে পারে।
advertisement
advertisement
advertisement