Starlink Satellite Internet India: স্টারলিঙ্ক ইন্ডিয়া দাম নিয়ে বিভ্রান্তি, ওয়েবসাইটে ভুল তথ্য প্রকাশ, বিবৃতি দিয়ে ব্যাখ্যা দিল সংস্থা
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Starlink Satellite Internet India: স্টারলিঙ্ক জানিয়েছে, ওয়েবসাইটে দেখা ভারতীয় দাম ছিল কনফিগারেশন ত্রুটির ফল। ভারতে এখনও পরিষেবা চালু হয়নি, দাম ঘোষণা বা অর্ডার গ্রহণ শুরু হয়নি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ইতিমধ্যে মহারাষ্ট্র স্টারলিঙ্কের সঙ্গে সহযোগিতার পরিকল্পনা নিয়ে এগিয়ে গিয়েছে। রাজ্য সরকার সম্প্রতি স্টারলিঙ্ক স্যাটেলাইট কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি লেটার অফ ইনটেন্ট (LoI) স্বাক্ষর করেছে যাতে গড়চিরোলি, নন্দুরবার, ধারাশিব এবং ওয়াশিম সহ প্রত্যন্ত জেলাগুলিতে স্যাটেলাইট ইন্টারনেট স্থাপন করা যায়। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী আশিস শেলারের উপস্থিতিতে স্বাক্ষরিত এই চুক্তির ফলে মহারাষ্ট্র প্রথম ভারতীয় রাজ্য হিসেবে স্টারলিঙ্কের সঙ্গে আনুষ্ঠানিকভাবে অংশীদারিত্ব করেছে।
advertisement








