Hacking : ছোট্ট কয়েকটা ইঙ্গিত, সঙ্গে সঙ্গে বুঝে যাবেন আপনার ল্যাপটপ, কম্পিউটার হ্যাক হয়েছে! জেনে রাখুন
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
hacker : কম্পিউটারের গতি অস্বাভাবিকভাবে ধীর হয়ে যাওয়া—এটিও হ্যাক হওয়ার অন্যতম ইঙ্গিত। সাধারণ কোনও অ্যাপ খুলতে সময় লাগা বা ওয়েবপেজ লোডিং ধীর হওয়া বোঝায় যে সিস্টেমের রিসোর্স ম্যালওয়্যার দখল করে নিয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
হ্যাকিংয়ের আরেকটি সাধারণ লক্ষণ হল, কম্পিউটার বারবার ফ্রিজ হওয়া বা অ্যাপ্লিকেশন ক্রমাগত ক্র্যাশ করা। বিশেষজ্ঞদের মতে, এটি প্রায়শই স্পাইওয়্যার বা র‍্যানসমওয়্যার সংক্রমণের ফল। সাইবার বিশেষজ্ঞ অনাথ মণ্ডল এ বিষয়ে বলেন, “যে কোনও অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্ব দিতে হবে। দেরি করলে হ্যাকাররা পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করে নিতে পারে।”









