Smartphone: ১০ হাজারের কমেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, অন্য ফিচারও নজরকাড়া! Redmi, Realme, Lava না Poco, কোনটা পছন্দ?
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সম্প্রতি বেশ কিছু জনপ্রিয় মোবাইল কোম্পানি ভারতে এই ধরনের ফোন লঞ্চ করেছে, যেগুলোর দাম ১০,০০০ টাকার নিচে।
কেউ যখন একটি ফোন কিনতে চান, তখন প্রথমেই তাঁর মাথায় আসে ফোন কিনতে কত টাকা খরচ করতে হবে। অনেকে অতিরিক্ত ফিচার পাওয়ার জন্য, আবার অনেকে শখের কারণে দামি এবং প্রিমিয়াম ফিচার যুক্ত ফোন ক্রয় করে থাকেন। আবার কেউ কেউ শুধুমাত্র সাধারণ কাজ করার জন্য স্মার্টফোন ক্রয় করতে চান। সুতরাং কেউ যদি একটি ভাল বাজেট ফোন চান, তাহলে তাঁদের জন্য রয়েছে অনেক অপশন। কারণ ভারতের বাজারে ১০,০০০ টাকার নিচে বেশ কয়েকটি ভাল স্মার্টফোন মজুত রয়েছে।
advertisement
advertisement
Poco C55 - এই ফোনের দাম ৮,৪৯৯ টাকা থেকে শুরু। Poco C55 ফোনে ১২০ Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৭১ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এটি MediaTek Helio G85 চিপসেট দ্বারা চালিত। এতে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ এবং ৬ জিবি RAM রয়েছে। ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ারের জন্য ফোনে একটি ৫০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
advertisement
Samsung Galaxy F04 - এই ফোনের দাম ৭,৪৯৯ টাকা থেকে শুরু। Samsung Galaxy F04 ফোনে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবং এই ফোন ৪ জিবি RAM এবং ৬৪ জিবি স্টোরেজ সহ MediaTek Helio P35 চিপসেট দ্বারা চালিত। ফোনটিতে ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে। পাওয়ারের জন্য এই ফোনে একটি ৫০০০ mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
advertisement
advertisement
Realme C33 - এই ফোনের দাম ৮,৯৯৯ টাকা থেকে শুরু। Realme C33 ফোনে একটি ৬.৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। Realme C33 ফোন Unisoc T612 চিপ দ্বারা চালিত। এই ফোনে রয়েছে ৬ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ। ফোনটিতে একটি ৫০ মেগাপিক্সেলের এক্সপোজার ক্যামেরা রয়েছে। পাওয়ারের জন্য এই ফোনে একটি ৫০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
