Mobile Battery Saving Tips: এই ছিল ১০০%, হয়ে গেল ৫০%! মোবাইলের চার্জ দ্রুত শেষ হচ্ছে? এই ৫ সহজ সেটিংস বদলে দিলেই ফোন চলবে সারাদিন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Battery Saving Tips: অনেকেই ১০০% চার্জ নিয়ে বাড়ি থেকে বের হন, আর দুপুর গড়াতেই ফোন চার্জিংয়ের জন্য আকুতি জানাতে শুরু করে। নিজের ফোনেই ব্যাটারি বাঁচানোর জন্য প্রয়োজনীয় সব কিছুই আছে। শুধু কয়েকটি সাধারণ সেটিংসে পরিবর্তন আনতে হবে।
দিনের বেলা ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়াটা এমন একটি সমস্যা যা প্রায় সবাইকেই ভোগায়। অনেকেই ১০০% চার্জ নিয়ে বাড়ি থেকে বের হন, আর দুপুর গড়াতেই ফোন চার্জিংয়ের জন্য আকুতি জানাতে শুরু করে। নতুন ফোন কেনা বা পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখাটাই একমাত্র উপায় বলে মনে হয়, কিন্তু তা সত্যি নয়। নিজের ফোনেই ব্যাটারি বাঁচানোর জন্য প্রয়োজনীয় সব কিছুই আছে। শুধু কয়েকটি সাধারণ সেটিংসে পরিবর্তন আনতে হবে।
advertisement
স্ক্রিনের সেটিংস ঠিক করলে উপকার হতে পারে-ফোনের স্ক্রিনই সবচেয়ে বেশি ব্যাটারি খরচ করে। ব্রাইটনেস বেশি রাখলে খুব দ্রুত চার্জ শেষ হয়ে যায়। ব্রাইটনেস কমিয়ে প্রায় ৪০-৫০% করতে হবে এবং অটো-ব্রাইটনেস চালু করতে হবে, যাতে ফোন পারিপার্শ্বিক পরিবেশ অনুযায়ী আলো সামঞ্জস্য করে নেয়এই ভুলগুলো করছেন না তো? এই ৫ সহজ সেটিংস বদলে দিলেই ফোন চলবে সারাদিন। এছাড়াও, স্ক্রিন টাইমআউট ৩০ সেকেন্ড বা ১ মিনিটে কমিয়ে দিতে হবে। এতে ফোন ব্যবহার না করলে ডিসপ্লে দ্রুত বন্ধ হয়ে যাবে।
advertisement
যদি ফোনে AMOLED বা OLED স্ক্রিন থাকে, তাহলে ডার্ক মোড চালু করতে হবে। ডার্ক মোডে কম শক্তি খরচ হয় কারণ কালো পিক্সেলগুলো খুব কম ব্যাটারি ব্যবহার করে। ডিসপ্লে সেটিংস এবং হোয়াটসঅ্যাপ, এক্স ও ব্রাউজারের মতো অ্যাপগুলোতে এটি চালু করতে হবে। শুধুমাত্র এই সাধারণ ডিসপ্লে পরিবর্তনগুলোই ফোনের ব্যাটারি সারাদিন ধরে রাখতে সাহায্য করতে পারে।
advertisement
অ্যাপগুলো নিয়ন্ত্রণ সহায়ক হতে পারে-অনেক অ্যাপ চালু না করলেও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এতে ধীরে ধীরে ব্যাটারি শেষ হতে থাকে। ব্যাটারি সেটিংসে যেতে হবে এবং যে অ্যাপগুলোর জন্য তাৎক্ষণিক আপডেটের প্রয়োজন নেই, সেগুলোর ব্যাকগ্রাউন্ড ব্যবহার সীমিত করতে হবে। আইফোনের ক্ষেত্রে অপ্রয়োজনীয় অ্যাপগুলোর জন্য ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করে দিতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
ব্যাটারি সেভার মোড রক্ষাকর্তা হতে পারে-ব্যাটারি সেভার মোড ব্যাকগ্রাউন্ড কার্যকলাপ সীমিত করে এবং পারফরম্যান্স অপ্টিমাইজ করে। ব্যাটারি ২০%-এ নেমে আসা পর্যন্ত অপেক্ষা করা যাবে না। যদি কেউ জানেন যে সারাদিন ফোনটি প্রয়োজন হবে, তবে ৫০% চার্জ থাকতেই এটি চালু করতে হবে। এই সহজ অভ্যাসটি ফোনের ব্যাটারির মেয়াদ ৩-৫ ঘণ্টা বাড়িয়ে দিতে পারে।









