Dry Clothes Hacks: শীতে কিছুতেই জামা-কাপড় শুকোচ্ছে না! Amazon থেকে কিনুন এই জিনিস, ২ মিনিটে মিলবে সমাধান
- Published by:Shubhagata Dey
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Winter Tips: শীতকালে সূর্যের তাপ কম থাকে ফলে জামা-কাপড় একবার ধুয়ে দিলে তা আর শুকোতে চায় না। তবে একটি বিশেষ কৌশলে খুব সহজেই শীতের সময়ও শুকিয়ে ফেলা যায়।
advertisement
advertisement
advertisement
*Mr Dryer Stainless Steel Pipes Frames Q9-X6UR MODM: বৈদ্যুতীন এই কাপড় শুকনোর যন্ত্রটি Amazon থেকে কেনা যাবে। আপাতত এর উপর পাওয়া যাচ্ছে ১০ শতাংশ ছাড়। ফলে দাম দাঁড়িয়েছে ৭,১৯৯ টাকায়।এরই সঙ্গে পাওয়া যায় একটি উচ্চ-মানের কভার। এর বিশেষ রোটেটিং ডিজাইন এবং ফাস্ট ড্রাইং ফিচার বালিশ, কম্ফোর্টার, সফ্ট টয়েজ, বাচ্চাদের পোশাক, চামড়ার ব্যাগও শুকোনো যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
*Costar Matter Clothes Warmer: দাম ২,৪৬৯ টাকা। এর উপর Amazon Great Republic Days Sale উপলক্ষে পাওয়া যাচ্ছে ২৯ শতাংশ ছাড়। এই যন্ত্রটিতে একসঙ্গে ৬টি কাপড় শুকানো যায় অনায়াসে। এজন্য সময় লাগে মাত্র ১ ঘণ্টা। এতে রয়েছে বিশেষ হিটিং টেকনোলজি যা, হিট এবং এয়ার-ফ্লো দু’টি পদ্ধতি ব্যবহার করেই জাম-কাপড়ের আর্দ্রতা সম্পূর্ণরূপে দূর করে দেয়। তাই কোনও ভাবেই জামা-কাপড়ের ক্ষতি হয় না। সংগৃহীত ছবি।
advertisement