Dry Clothes Hacks: শীতে কিছুতেই জামা-কাপড় শুকোচ্ছে না! Amazon থেকে কিনুন এই জিনিস, ২ মিনিটে মিলবে সমাধান

Last Updated:
Winter Tips: শীতকালে সূর্যের তাপ কম থাকে ফলে জামা-কাপড় একবার ধুয়ে দিলে তা আর শুকোতে চায় না। তবে একটি বিশেষ কৌশলে খুব সহজেই শীতের সময়ও শুকিয়ে ফেলা যায়।
1/6
*একটু শীতের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন ভারতবাসী। আসলে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর এই দেশে সারা বছরই ঘাম বড় জ্বালায়। তাই শীতকাল মনোরম বলে মনে হয়। সংগৃহীত ছবি। 
*একটু শীতের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন ভারতবাসী। আসলে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর এই দেশে সারা বছরই ঘাম বড় জ্বালায়। তাই শীতকাল মনোরম বলে মনে হয়। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*কিন্তু বেশ কিছু ক্ষেত্রে শীতকাল মনোরম হলেও অনেক জায়গায় আবার তার বিস্তর ঝামেলা রয়েছে। এই যেমন শীতকালে সূর্যের তাপ কম থাকে ফলে জামা-কাপড় একবার ধুয়ে দিলে তা আর শুকোতে চায় না। তবে একটি বিশেষ কৌশলে খুব সহজেই শীতের সময়ও শুকিয়ে ফেলা যায় জামা-কাপড়। সংগৃহীত ছবি। 
*কিন্তু বেশ কিছু ক্ষেত্রে শীতকাল মনোরম হলেও অনেক জায়গায় আবার তার বিস্তর ঝামেলা রয়েছে। এই যেমন শীতকালে সূর্যের তাপ কম থাকে ফলে জামা-কাপড় একবার ধুয়ে দিলে তা আর শুকোতে চায় না। তবে একটি বিশেষ কৌশলে খুব সহজেই শীতের সময়ও শুকিয়ে ফেলা যায় জামা-কাপড়। সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*এমন একটি পদ্ধতি রয়েছে, যার সাহায্যে বাড়ির সমস্ত জামা-কাপড় রোদে শুকানোর মতোই হবে। বাজারে এমন অনেক মেশিন পাওয়া যায় যেগুলো কাপড়কে এমনভাবে শুকোয় যেন ঠিক রোদে শুকানো হয়েছে। এই ধরনের অনেক পণ্য Amazon-এ পাওয়া যায়। খুব কম খরচে এগুলি দারুন সুবিধা দিয়ে থাকে। সংগৃহীত ছবি। 
*এমন একটি পদ্ধতি রয়েছে, যার সাহায্যে বাড়ির সমস্ত জামা-কাপড় রোদে শুকানোর মতোই হবে। বাজারে এমন অনেক মেশিন পাওয়া যায় যেগুলো কাপড়কে এমনভাবে শুকোয় যেন ঠিক রোদে শুকানো হয়েছে। এই ধরনের অনেক পণ্য Amazon-এ পাওয়া যায়। খুব কম খরচে এগুলি দারুন সুবিধা দিয়ে থাকে। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*Mr Dryer Stainless Steel Pipes Frames Q9-X6UR MODM: বৈদ্যুতীন এই কাপড় শুকনোর যন্ত্রটি Amazon থেকে কেনা যাবে। আপাতত এর উপর পাওয়া যাচ্ছে ১০ শতাংশ ছাড়। ফলে দাম দাঁড়িয়েছে ৭,১৯৯ টাকায়।এরই সঙ্গে পাওয়া যায় একটি উচ্চ-মানের কভার। এর বিশেষ রোটেটিং ডিজাইন এবং ফাস্ট ড্রাইং ফিচার বালিশ, কম্ফোর্টার, সফ্ট টয়েজ, বাচ্চাদের পোশাক, চামড়ার ব্যাগও শুকোনো যেতে পারে। সংগৃহীত ছবি। 
*Mr Dryer Stainless Steel Pipes Frames Q9-X6UR MODM: বৈদ্যুতীন এই কাপড় শুকনোর যন্ত্রটি Amazon থেকে কেনা যাবে। আপাতত এর উপর পাওয়া যাচ্ছে ১০ শতাংশ ছাড়। ফলে দাম দাঁড়িয়েছে ৭,১৯৯ টাকায়।এরই সঙ্গে পাওয়া যায় একটি উচ্চ-মানের কভার। এর বিশেষ রোটেটিং ডিজাইন এবং ফাস্ট ড্রাইং ফিচার বালিশ, কম্ফোর্টার, সফ্ট টয়েজ, বাচ্চাদের পোশাক, চামড়ার ব্যাগও শুকোনো যেতে পারে। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*Costar Matter Clothes Warmer: দাম ২,৪৬৯ টাকা। এর উপর Amazon Great Republic Days Sale উপলক্ষে পাওয়া যাচ্ছে ২৯ শতাংশ ছাড়। এই যন্ত্রটিতে একসঙ্গে ৬টি কাপড় শুকানো যায় অনায়াসে। এজন্য সময় লাগে মাত্র ১ ঘণ্টা। এতে রয়েছে বিশেষ হিটিং টেকনোলজি যা, হিট এবং এয়ার-ফ্লো দু’টি পদ্ধতি ব্যবহার করেই জাম-কাপড়ের আর্দ্রতা সম্পূর্ণরূপে দূর করে দেয়। তাই কোনও ভাবেই জামা-কাপড়ের ক্ষতি হয় না। সংগৃহীত ছবি। 
*Costar Matter Clothes Warmer: দাম ২,৪৬৯ টাকা। এর উপর Amazon Great Republic Days Sale উপলক্ষে পাওয়া যাচ্ছে ২৯ শতাংশ ছাড়। এই যন্ত্রটিতে একসঙ্গে ৬টি কাপড় শুকানো যায় অনায়াসে। এজন্য সময় লাগে মাত্র ১ ঘণ্টা। এতে রয়েছে বিশেষ হিটিং টেকনোলজি যা, হিট এবং এয়ার-ফ্লো দু’টি পদ্ধতি ব্যবহার করেই জাম-কাপড়ের আর্দ্রতা সম্পূর্ণরূপে দূর করে দেয়। তাই কোনও ভাবেই জামা-কাপড়ের ক্ষতি হয় না। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*220V Electric Portable Compact Laundry Dryer: এই যন্ত্রটিও Amazon থেকে ২৮ শতাংশ ছাড়ে কিনে নেওয়া যেতে পারে। ৮,৯৯৯ টাকার এই যন্ত্রটি ছাড়ের পরে ৬,৪৮০ টাকায় কেনা যাবে। তবে এতে এতে ছোট কাপড় যেমন তোয়ালে, আন্ডারওয়্যার, মোজা, সুইমস্যুট এবং শিশুদের কাপড় খুব দ্রুত শুকোনো যায়। সংগৃহীত ছবি।
*220V Electric Portable Compact Laundry Dryer: এই যন্ত্রটিও Amazon থেকে ২৮ শতাংশ ছাড়ে কিনে নেওয়া যেতে পারে। ৮,৯৯৯ টাকার এই যন্ত্রটি ছাড়ের পরে ৬,৪৮০ টাকায় কেনা যাবে। তবে এতে এতে ছোট কাপড় যেমন তোয়ালে, আন্ডারওয়্যার, মোজা, সুইমস্যুট এবং শিশুদের কাপড় খুব দ্রুত শুকোনো যায়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement