করোনায় ওয়ার্ক ফ্রম হোম। করোনা সতর্কতায় পদক্ষেপ বিভিন্ন সংস্থার। কর্মীদের অফিসে আসতে বারণ। বাড়ি থেকেই কাজ করার পরামর্শ। তাই বেশির ভাগ কর্মস্থলগুলিতে বর্তমানে ‘Work From Home’-এর ব্যবস্থা করা হয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি জরুরি ইন্টারনেট ডেটা। তাই এই পরিস্থিতিতে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে ৩টি নতুন অ্যাড-অন প্ল্যান নিয়ে হাজির জিও।
এবার ওয়ার্ক ফ্রম হোম গ্রাহকদের জন্য ডেটা বেনিফিট প্ল্যান নিয়ে হাজির জিও। এই ৩টি অ্যাড-অন প্ল্যান হচ্ছে - ১৫১ টাকার, ২০১ টাকার আর ২৫১ টাকার। জিও-র ১৫১ টাকার প্ল্যানে ৩০জিবি অতিরিক্ত ডেটা, ২০১ টাকার প্ল্যানে ৪০জিবি অতিরিক্ত ডেটা আর ২৫১ টাকার প্ল্যানে ৫০জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। গ্রহাকদের প্ল্যানের দিনের ডেটা লিমিট শেষ হয়ে গেলে পরেও হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের জন্য এই প্ল্যানগুলি কাজে লাগবে। এই প্ল্যানগুলির আলাদা কোনও ভ্যালিডিটি নেই, আপনার বর্তমান প্ল্যানের সমান এর ভ্যালিডিটি।
এই তিনটি নতুন অ্যাড অন প্ল্যান ছাড়াও বাজারে জিও গ্রাহদের জন্য আরও ৫টি অ্যাড-অন প্ল্যানের অপশন রয়েছে। ১১ টাকা, ২১ টাকা, ৩১ টাকা, ৫১ টাকা আর ১০১ টাকার। ১১ টাকার প্ল্যানে ৮০০ এমবি, ২১ টাকার প্ল্যানে ১জিবি, ৩১ টাকার প্ল্যানে ২ জিবি, ৫১ টাকার প্ল্যানে ৬ জিবি আর ১০১ টাকার প্ল্যানে ১২ জিবি ডেটা পাবে গ্রাহকরা।
শুক্রবার জিও ৩টি নতুন অ্যাড-অন প্ল্যানের সঙ্গে একটি বার্ষিক প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে জিও। ওয়ার্ক ফ্রম হোম গ্রহাকদের জন্য এবার ২৩৯৯ টাকার বার্ষিক প্ল্যান নিয়ে হাজির হয়েছে জিও। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে হাই স্পিড ডেটা পাবেন গ্রাহকেরা। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল ও এসএমএস। জিওর এই নতুন প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন।
এছারাও ২১২১ টাকা একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল সংস্থাটি। সেই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে 4G ডেটা আর প্রতিদিন ১০০টি করে এসএমএস। প্ল্যানটির ভ্যালিডিটি দিনের। এছাড়াও থকাছে ১২০০০ মিনিট অনান্য নেটওয়ার্ক বিনামূল্যে কথা বলার সুযোগ। এখানেই শেষ নয়, গ্রাহকরা পেয়ে যাবে জিও অ্যাপগুলির অ্যাক্সেস বিনামূল্যে।