Redmi 15C 5G Review: বাজেট সেগমেন্টের নতুন রাজা Redmi 15C 5G! 50MP ক্যামেরা ও 6000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল ভারতে, জেনে নিন দাম ও ফিচার্স
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Redmi 15C 5G Review: Redmi ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন Redmi 15C 5G লঞ্চ করেছে। এই ফোনটি Redmi 14C-এর উত্তরসূরী এবং কম দামে শক্তিশালী বৈশিষ্ট্য প্রদান করে।
মোবাইল ফোন এখন খুবই কাজের জিনিস, সে নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না কেউই। কিন্তু একটা ভাল ফোনের ক্রয়ক্ষমতা এখনও অনেক ভারতীয়র নাগালের বাইরে! Redmi এই দিক থেকে যুগান্তকারী এক প্রযুক্তি বিপ্লব ঘটিয়েছে বলা যায়। দেশের বেশিরভাগ বাজেট স্মার্টফোন ইউজারের হাতে দেখা যায় এই সংস্থার ফোন। আর এবার ফের নতুন বাজেট ফোন নিয়ে বাজার মাতাতে তৈরি সংস্থা।
advertisement
advertisement
Redmi 15C 5G ৪জিবি RAM এবং ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য ১২,৪৯৯ টাকা থেকে শুরু হয়। ৬জিবি RAM + ১২৮জিবি এবং ৮জিবি RAM + ১২৮জিবি ভ্যারিয়েন্টগুলিও পাওয়া যাচ্ছে, যার দাম যথাক্রমে ১৩,৯৯৯ টাকা এবং ১৫,৪৯৯ টাকা। ফোনটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে: মিডনাইট ব্ল্যাক, মুনলাইট ব্লু এবং ডাস্ক পার্পল। এটি Amazon এবং Xiaomi ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে কেনা যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
