মধ্যবিত্তের স্বপ্নের গাড়ি, সেই টাটা ন্যানো এখন পাওয়া যায়? দাম কত? বহু মানুষ জানেন না
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Tata Nano- আসলে মধ্যবিত্ত গ্রাহকদের কথা মাথায় রেখেই বাজারে আনা হয়েছিল Tata Nano। আর গ্রাহকদের মধ্যে তা জনপ্রিয়তাও অর্জন করেছিল রতন টাটার অত্যন্ত পছন্দের এই গাড়িটি।
advertisement
আসলে মধ্যবিত্ত গ্রাহকদের কথা মাথায় রেখেই বাজারে আনা হয়েছিল Tata Nano। আর গ্রাহকদের মধ্যে তা জনপ্রিয়তাও অর্জন করেছিল রতন টাটার অত্যন্ত পছন্দের এই গাড়িটি। এর অন্যতম কারণ হল - Tata Nano-র কম্প্যাক্ট সাইজ এবং এর ফুয়েল এফিশিয়েন্সি। যদিও এই গাড়ির উৎপাদন অবশ্য বর্তমানে বন্ধ। তবে চাইলে সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজার থেকে কেনা যেতে পারে এই গাড়িটি। আর সবথেকে বড় কথা হল, এই গাড়িটির নাম আর Tata Nano নেই। বরং তা পাল্টে গিয়েছে।
advertisement
advertisement
advertisement
Jayem Neo (Tata Nano EV)-র কিছু গুরুত্বপূর্ণ ফিচার?ওই রিপোর্টে বলা হয়েছে যে, Jayem Neo (Tata Nano EV) গাড়িতে রয়েছে ঘণ্টা প্রতি ১৭ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ব্যাটারি প্যাক। সেই সঙ্গে এমন একটি বৈদ্যুতিক মোটর রয়েছে, যেটি সব মিলিয়ে ২৭ অশ্বশক্তি এবং ৬৮ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। ফুল চার্জ থাকা অবস্থায় এই গাড়িটি দিতে পারে ১৩০ কিলোমিটার রেঞ্জ।
advertisement
advertisement