Mobile Game: মোবাইলে জনপ্রিয় এই 'গেম' খেলেন? সাবধান, 'জেলে' যেতে পারেন আপনি...? 'উত্তর' শুনলে চমকে উঠবেন!
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Reversed Front: Bonfire মোবাইল গেমকে ঘিরে হংকংয়ে ছড়িয়েছে রাজনৈতিক বিতর্ক। কেন এই গেম খেললেই জেলে যেতে হতে পারে, আর এর প্রভাব কতটা গভীর তা জানুন বিস্তারিত
আজকালকাল ডিজিটাল যুগে তরুণ সম্প্রদায়ের মধ্যে মোবাইল গেমের উন্মাদনা তুঙ্গে। এমনকী বর্তমানে সমস্ত বয়সের মানুষই নিজেদের স্মার্টফোনে গেম খেলেন। কিন্তু কখনও কখনও এই অভ্যাস ডেকে আনতে পারে চরম বিপদ। আসলে নিরাপত্তাজনিত বেশ কিছু কারণে অতীতে ভারতে এবং অন্যান্য কিছু দেশে বহু গেমের উপরেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে একটি গেম নিয়ে লাইভ অ্যালার্ট জারি করেছে হংকং পুলিশ।
advertisement
advertisement
advertisement
পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, কোনও ব্যক্তি যদি এই গেমটি ডাউনলোড করেন, এটি খেলেন অথবা in-app purchases করেন, তাহলে সেটাকে বেআইনি বা অবৈধ বলে গণ্য করা হবে। সাধারণ মানুষকে সাবধান করে পুলিশ জানিয়েছে যে, এই গেমটিকে যদি জেনেশুনে কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউকে পাঠান, প্রোমোট করেন অথবা শেয়ার করেন, তাহলে তাঁকে বিচ্ছিন্নবাদ এবং সরকার-বিরোধী কার্যকলাপ প্রচারের অভিযোগে অভিযুক্ত করা হবে। যার অর্থ হল, শুধুমাত্র গেমটি খেললেই নয়, এই বিষয়ে আলোচনা করলেও তা কিন্তু বিপদ ডেকে আনতে পারে।
advertisement
এই গেমটি তৈরি করেছেন তাইওয়ানের একটি সংস্থা। যার নাম ESC। যদিও এই বিষয়ে সংস্থার তরফে এখনও কোনও রকম মন্তব্য করা হয়নি। কিন্তু ইনস্টাগ্রামে একটি খবরের প্রতিবেদনের স্ক্রিনশট ভাগ করে নেওয়া হয়েছে। সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে, এই গেমটিকে জাতীয় নিরাপত্তার জন্য বিপদ বলে দাগিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে টিভি চ্যানেলকে ধন্যবাদ জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।
advertisement
বর্তমানে এই গেমটি পাওয়া যাচ্ছে Apple App Store এবং Google Play Store-এ। কিন্তু এর জনপ্রিয়তা অত্যন্ত কম। প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, এখনও পর্যন্ত শুধুমাত্র ৩৬০ বার ডাউনলোড করা হয়েছে এই গেমটিকে। তুলনামূলক ভাবে Call of Duty এবং Block Blast-এর মতো গেমস খেলেন লক্ষ লক্ষ মানুষ। যাঁরা গেমিংয়ে আগ্রহী, তাঁদের এটা মনে রাখা উচিত যে, প্রত্যেকটা গেম শুধুমাত্র বিনোদন বা মজার জন্য খেলা হয় না। কখনও কখনও এই ধরনের গেম কিন্তু আইনি সমস্যা পর্যন্ত ডেকে আনতে পারে।