Photography: ঝকঝকে সুন্দর ছবি তুলতে পারবেন আপনিও! জেনে নিন সেরা ফোটোগ্রাফির সহজ টিপস্
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এর জন্য প্রথমেই পরীক্ষা করতে হবে নিজের স্মার্টফোনের ক্যামেরার মান বা কোয়ালিটি। আসলে বর্তমানে বেশির ভাগ স্মার্টফোনেই একাধিক লেন্স সেট-আপ থাকে।
advertisement
আর স্মার্টফোনের এই যুগে ভ্রমণ মানে তো শুধুই ঘুরতে যাওয়া নয়, সেই সঙ্গে সুন্দর নয়নাভিরাম দৃশ্যের ছবিও মুঠোফোনে বন্দি করা। যাতে এই সব স্মৃতি যাতে চিরকাল মনের মণিকোঠায় রয়ে যায়। আজকাল স্মার্টফোনে একাধিক ফিচার মেলে। ফলে ছবিও ওঠে দুর্দান্ত। কিন্তু অনেকেই ভাল ছবি তোলার কৌশল জানেন না বলে সেরকম ভাল ছবি তুলতে পারেন না। আজ কিছু বিশেষ কৌশল নিয়েই কথা বলব। যার মাধ্যমে অনেকেই দুর্দান্ত ফটোগ্রাফার হয়ে উঠতে পারবেন।
advertisement
advertisement
ছবি তোলার আগে যে প্রাথমিক বিষয়গুলি মাথায় রাখতে হবে, সেগুলি নিম্নোক্ত: ১. ছবি তোলার আগে স্মার্টফোনের ক্যামেরার লেন্সটা পরীক্ষা করে নিতে হবে। সেটা আদৌ পরিষ্কার রয়েছে কি না, সেটা সবার আগে দেখা দরকার। কারণ যত ভাল অ্যাঙ্গেলেই ছবি তোলা হোক না কেন, লেন্স পরিষ্কার না করা থাকলে ছবি কখনওই ভাল উঠবে না। তাই সঠিক ভাবে তা পরিষ্কার করা আবশ্যক।
advertisement
advertisement
advertisement
advertisement