Photography: ঝকঝকে সুন্দর ছবি তুলতে পারবেন আপনিও! জেনে নিন সেরা ফোটোগ্রাফির সহজ টিপস্

Last Updated:
এর জন্য প্রথমেই পরীক্ষা করতে হবে নিজের স্মার্টফোনের ক্যামেরার মান বা কোয়ালিটি। আসলে বর্তমানে বেশির ভাগ স্মার্টফোনেই একাধিক লেন্স সেট-আপ থাকে।
1/8
গরমের দাবদাহে একটু স্বস্তি পাওয়ার আশায় সকলেই পাহাড়ে পাড়ি দিচ্ছেন। আসলে পাহাড়ে এখন বেশ ঠান্ডা-ঠান্ডা এবং আরামদায়ক মেঘে ঢাকা একটা আবহাওয়া। ফলে গ্রীষ্মের প্রখর তাপে যেন তা ভ্রমণপ্রেমীদের হাতছানি দিচ্ছে!
গরমের দাবদাহে একটু স্বস্তি পাওয়ার আশায় সকলেই পাহাড়ে পাড়ি দিচ্ছেন। আসলে পাহাড়ে এখন বেশ ঠান্ডা-ঠান্ডা এবং আরামদায়ক মেঘে ঢাকা একটা আবহাওয়া। ফলে গ্রীষ্মের প্রখর তাপে যেন তা ভ্রমণপ্রেমীদের হাতছানি দিচ্ছে!
advertisement
2/8
আর স্মার্টফোনের এই যুগে ভ্রমণ মানে তো শুধুই ঘুরতে যাওয়া নয়, সেই সঙ্গে সুন্দর নয়নাভিরাম দৃশ্যের ছবিও মুঠোফোনে বন্দি করা। যাতে এই সব স্মৃতি যাতে চিরকাল মনের মণিকোঠায় রয়ে যায়। আজকাল স্মার্টফোনে একাধিক ফিচার মেলে। ফলে ছবিও ওঠে দুর্দান্ত। কিন্তু অনেকেই ভাল ছবি তোলার কৌশল জানেন না বলে সেরকম ভাল ছবি তুলতে পারেন না। আজ কিছু বিশেষ কৌশল নিয়েই কথা বলব। যার মাধ্যমে অনেকেই দুর্দান্ত ফটোগ্রাফার হয়ে উঠতে পারবেন।
আর স্মার্টফোনের এই যুগে ভ্রমণ মানে তো শুধুই ঘুরতে যাওয়া নয়, সেই সঙ্গে সুন্দর নয়নাভিরাম দৃশ্যের ছবিও মুঠোফোনে বন্দি করা। যাতে এই সব স্মৃতি যাতে চিরকাল মনের মণিকোঠায় রয়ে যায়। আজকাল স্মার্টফোনে একাধিক ফিচার মেলে। ফলে ছবিও ওঠে দুর্দান্ত। কিন্তু অনেকেই ভাল ছবি তোলার কৌশল জানেন না বলে সেরকম ভাল ছবি তুলতে পারেন না। আজ কিছু বিশেষ কৌশল নিয়েই কথা বলব। যার মাধ্যমে অনেকেই দুর্দান্ত ফটোগ্রাফার হয়ে উঠতে পারবেন।
advertisement
3/8
এর জন্য প্রথমেই পরীক্ষা করতে হবে নিজের স্মার্টফোনের ক্যামেরার মান বা কোয়ালিটি। আসলে বর্তমানে বেশির ভাগ স্মার্টফোনেই একাধিক লেন্স সেট-আপ থাকে। এই সব লেন্সের মধ্যে অন্যতম হল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, টেলিফটো লেন্স, পোর্ট্রেট লেন্স এবং ম্যাক্রো লেন্স।
এর জন্য প্রথমেই পরীক্ষা করতে হবে নিজের স্মার্টফোনের ক্যামেরার মান বা কোয়ালিটি। আসলে বর্তমানে বেশির ভাগ স্মার্টফোনেই একাধিক লেন্স সেট-আপ থাকে। এই সব লেন্সের মধ্যে অন্যতম হল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, টেলিফটো লেন্স, পোর্ট্রেট লেন্স এবং ম্যাক্রো লেন্স।
advertisement
4/8
ছবি তোলার আগে যে প্রাথমিক বিষয়গুলি মাথায় রাখতে হবে, সেগুলি নিম্নোক্ত:   ১. ছবি তোলার আগে স্মার্টফোনের ক্যামেরার লেন্সটা পরীক্ষা করে নিতে হবে। সেটা আদৌ পরিষ্কার রয়েছে কি না, সেটা সবার আগে দেখা দরকার। কারণ যত ভাল অ্যাঙ্গেলেই ছবি তোলা হোক না কেন, লেন্স পরিষ্কার না করা থাকলে ছবি কখনওই ভাল উঠবে না। তাই সঠিক ভাবে তা পরিষ্কার করা আবশ্যক।
ছবি তোলার আগে যে প্রাথমিক বিষয়গুলি মাথায় রাখতে হবে, সেগুলি নিম্নোক্ত: ১. ছবি তোলার আগে স্মার্টফোনের ক্যামেরার লেন্সটা পরীক্ষা করে নিতে হবে। সেটা আদৌ পরিষ্কার রয়েছে কি না, সেটা সবার আগে দেখা দরকার। কারণ যত ভাল অ্যাঙ্গেলেই ছবি তোলা হোক না কেন, লেন্স পরিষ্কার না করা থাকলে ছবি কখনওই ভাল উঠবে না। তাই সঠিক ভাবে তা পরিষ্কার করা আবশ্যক।
advertisement
5/8
২. ডিএসএলআর ক্যামেরার মতোই ফোনের জন্যও কিছু অ্যাডিশনাল অ্যাকসেসরি পাওয়া যাচ্ছে। তাই ছবি যাতে দুর্দান্ত ওঠে, তার জন্য ট্রাইপড, রিং লাইট এবং অতিরিক্ত লেন্সও ব্যবহার করা যেতে পারে।
২. ডিএসএলআর ক্যামেরার মতোই ফোনের জন্যও কিছু অ্যাডিশনাল অ্যাকসেসরি পাওয়া যাচ্ছে। তাই ছবি যাতে দুর্দান্ত ওঠে, তার জন্য ট্রাইপড, রিং লাইট এবং অতিরিক্ত লেন্সও ব্যবহার করা যেতে পারে।
advertisement
6/8
ফোনের ক্যামেরায় ভিডিও রেকর্ডিংয়ের জন্য যে বিষয়গুলি মাথায় রাখতে হবে, সেগুলি নিম্নোক্ত:   ১. রিং লাইট ভিডিও রেকর্ডিং কিংবা সেলফি তোলার সময় দারুন কাজে লাগে। দুর্দান্ত এই অ্যাকসেসরি কিন্তু তেমন ব্যয়বহুলও নয়।
ফোনের ক্যামেরায় ভিডিও রেকর্ডিংয়ের জন্য যে বিষয়গুলি মাথায় রাখতে হবে, সেগুলি নিম্নোক্ত: ১. রিং লাইট ভিডিও রেকর্ডিং কিংবা সেলফি তোলার সময় দারুন কাজে লাগে। দুর্দান্ত এই অ্যাকসেসরি কিন্তু তেমন ব্যয়বহুলও নয়।
advertisement
7/8
২. কোনও স্থান বা বিষয়বস্তুর ছবি কিংবা ভিডিও তোলার আগে মনে মনে একটা ফ্রেম বানিয়ে নিতে হবে। তাহলে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। অবাঞ্ছিত বস্তু যেন ফ্রেমে উপস্থিত না থাকে। এছাড়া ফোকাল লেংগথ এবং অ্যাঙ্গেল নিয়ে নয়া এক্সপেরিমেন্টও করা যেতে পারে।
২. কোনও স্থান বা বিষয়বস্তুর ছবি কিংবা ভিডিও তোলার আগে মনে মনে একটা ফ্রেম বানিয়ে নিতে হবে। তাহলে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। অবাঞ্ছিত বস্তু যেন ফ্রেমে উপস্থিত না থাকে। এছাড়া ফোকাল লেংগথ এবং অ্যাঙ্গেল নিয়ে নয়া এক্সপেরিমেন্টও করা যেতে পারে।
advertisement
8/8
৩. এই কৌশলটিকে ‘রুল অফ থার্ড’ বলা হয়। এই নিয়মের অধীনে বিষয়বস্তুটিকে সম্পূর্ণ রূপে ফ্রেমের বাম অথবা ডান দিকে রাখা উচিত। এর ফলে ছবির বিষয়বস্তু স্পষ্ট ভাবে বোঝা যায় এবং ছবিটিও ভাল আসে।
৩. এই কৌশলটিকে ‘রুল অফ থার্ড’ বলা হয়। এই নিয়মের অধীনে বিষয়বস্তুটিকে সম্পূর্ণ রূপে ফ্রেমের বাম অথবা ডান দিকে রাখা উচিত। এর ফলে ছবির বিষয়বস্তু স্পষ্ট ভাবে বোঝা যায় এবং ছবিটিও ভাল আসে।
advertisement
advertisement
advertisement