হঠাৎ আটকে গেছে ফোনের স্ক্রিন? কাজ হচ্ছে না কিছুতেই? সার্ভিস সেন্টার নয় চটজলদি সমাধান এবার আপনার হাতের মুঠোয়

Last Updated:
অনেক সময়েই আমাদের ফোন ব্যবহার করতে করতে আটকে যায়। সাধারণত পুরনো ফোনের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। এই সমস্যায় ফোন কোনও ভাবেই কাজ করে না। এই পরিস্থিতিতে আমরা কী করব ভেবে পাই না। অনেক সময়েই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে যাই।
1/8
 অনেক সময়েই আমাদের ফোন ব্যবহার করতে করতে আটকে যায়। সাধারণত পুরনো ফোনের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। এই সমস্যায় ফোন কোনও ভাবেই কাজ করে না। এই পরিস্থিতিতে আমরা কী করব ভেবে পাই না। অনেক সময়েই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে যাই।<br />কিন্তু, ফোনের ক্ষেত্রে এই ধরনের সমস্যা ভীষণ সাধারণ। এটা সফটওয়্যারের সমস্যা থেকে দেখা যায়।
অনেক সময়েই আমাদের ফোন ব্যবহার করতে করতে আটকে যায়। সাধারণত পুরনো ফোনের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। এই সমস্যায় ফোন কোনও ভাবেই কাজ করে না। এই পরিস্থিতিতে আমরা কী করব ভেবে পাই না। অনেক সময়েই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে যাই।কিন্তু, ফোনের ক্ষেত্রে এই ধরনের সমস্যা ভীষণ সাধারণ। এটা সফটওয়্যারের সমস্যা থেকে দেখা যায়।
advertisement
2/8
Safe Mode-এ বুট করা:  যদি মনে হয় যে, কোনও থার্ড-পার্টি অ্যাপের জন্য সমস্যা হচ্ছে, তাহলে ফোনটি Safe Mode-এ বুট করতে হবে। এতে ফোনটি শুধুমাত্র সিস্টেম অ্যাপ দিয়েই স্টার্ট করা যায়। যদি Safe Mode-এ স্ক্রিন সঠিক ভাবে কাজ করে, তাহলে রিসেন্টলি ইনস্টলড অ্যাপগুলি রিমুভ করতে হবে। (Representative Image)
সাধারণত বিভিন্ন অ্যাপ, স্টোরেজ কম থাকলে এবং ফোনে হিটিং জাতীয় সমস্যা দেখা গেলে এই সমস্যা হয়। তবে ভয় পাওয়ার কিছু নেই। এবার থেকে ফোনের স্ক্রিন আটকে গেলে এই সহজ উপায় মেনে চললেই ফল পাবেন হাতেনাতে।
advertisement
3/8
ফোর্স রিস্টার্ট: প্রথম সমাধানটি হল - ফোর্স রিস্টার্ট বা ফোন জোর করে রিস্টার্ট করা। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন একসঙ্গে ১০-১৫ সেকেন্ডের জন্য প্রেস করে রাখতে হবে। iPhone-এর ক্ষেত্রে ভলিউম আপ এবং ভলিউম ডাউন বাটন পর্যায়ক্রমে প্রেস করতে হবে। তারপর পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখতে হবে। এই পদ্ধতিটি অবলম্বন করলে ফোনের মেমোরি রিফ্রেশ হয়ে যায় এবং স্ক্রিন ফ্রিজ হওয়ার সমস্যার সমাধান হয়।(Representative Image)
ফোনটি ফোর্স রিস্টার্ট করুন- প্রথম পদক্ষেপ হল ফোনটিকে ফোর্স রিস্টার্ট করা। android-এর ক্ষেত্রে পাওয়ার বাটনে ১০-১৫ সেকেন্ড চাপ দিন। iPhone-এর ক্ষেত্রে ভলিউমের দুটি বাটনে চাপ দিন এবং একইসঙ্গে পাওয়ার বাটনেও চাপ দিন। এরফলে ফোনের মেমরি রিফ্রেশ হবে ফলে ফ্রিজ স্ক্রিন সমস্যার সমাধান হবে।
advertisement
4/8
ফোন ঠান্ডা করা: যদি খুব গরম থাকে, তাহলে এমন আবহাওয়ায় ফোনের স্ক্রিন প্রায়শই অতিরিক্ত গরমের কারণে সাড়া দেওয়া বন্ধ করে দেয়। তাই ফোনটি বন্ধ করে কয়েক মিনিটের জন্য ঠান্ডা জায়গায় রাখতে হবে। এছাড়া চার্জিং অথবা গেমিংয়ের সময়েও ফোনটি খুব গরম হয়ে যেতে পারে। স্টোরেজ খালি করা: ফোনে খুব কম স্টোরেজ থাকলেও, সিস্টেম ফ্রিজ হয়ে যেতে পারে। অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি এবং ভিডিও মুছে ফেলতে হবে। cache ক্লিয়ার করে ফোনটি রিস্টার্ট করতে হবে। (Representative Image)
চার্জ দিন- ফোনটিকে চার্জারের সঙ্গে কানেক্ট করুন। অনেক সময় ফোনের ব্যাটারি কমে আসার ফলেও এই ধরনের সমস্যা হয়। কয়েক মিনিট চার্জ দিন। তারপরে ফোনটি ফোর্স রিস্টার্ট করুন।
advertisement
5/8
ফোন ব্যবহার করার সময় কখনও কখনও দেখা যায় যে, এটি হঠাৎ হঠাৎ কাজ করা বন্ধ করে দিচ্ছে। বিশেষ করে পুরনো ফোনের ক্ষেত্রেই এমনটা ঘটতে দেখা যায়। আসলে এসব ক্ষেত্রে ফোনের স্ক্রিন এমন ভাবে ফ্রিজ হয়ে যায় যে, ব্যবহারকারীরা কিছুর উপর ট্যাপ করতে পারেন না। অর্থাৎ স্ক্রিনে কিছু স্ক্রোল করা যায় না। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের মনে হয় যে, ফোনটি খারাপ হয়ে গিয়েছে এবং তারপরেই ফোন সারাতে তাঁরা সার্ভিস সেন্টারে ছোটেন। কিন্তু এটি খুবই সাধারণ ঘটনা। আর অনেক কারণেই ঘটতে পারে।
সেফ মোড- যদি আপনার মনে হয় থার্ড পার্টি অ্যাপ ফোনে সমস্যা তৈরি করছে তাহলে ফোনটিকে আপনি সেফ মোডে চালু করতে পারেন। কিন্তু, মনে রাখবেন এই মোডে শুধু ফোনের মধ্যে থাকা অ্যাপ্লিকেশনই চলবে।
advertisement
6/8
চার্জারের সঙ্গে কানেক্ট করা: কখনও কখনও ফোনের ব্যাটারি ফুরিয়ে গেলে স্ক্রিনটি ফ্রিজ হয়ে যায়। এমন ক্ষেত্রে এটি চার্জারের সঙ্গে কানেক্ট করতে হবে এবং কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। এর পরে আবার ফোর্স রিস্টার্ট করার চেষ্টা করতে হবে। (Representative Image)
ব্যাকআপ নিয়ে ফ্যাক্টরি রিসেট করুন- যদি এরপরেও সমস্যা না মেটে। তাহলে ফোনের তথ্যের ব্যাকআপ নিন। তারপরে ফোনটি ফ্যাক্টরি রিসেট করুন। ব্যাকআপ না নিয়ে রাখলে কিন্তু সমস্যা ডেটা বা তথ্য মুছে যাবে। ফ্যাক্টরি রিসেট করতে হলে প্রথমে সেটিং>সিস্টেম>রিসেট>ফ্যাক্টরি রিসেট।
advertisement
7/8
আসলে এই সময় বৃষ্টির জল লেগে কিংবা বৃষ্টির জল ঢুকে নষ্ট হয়ে যেতে পারে স্মার্টফোনটি। যদিও কিছু সহজ প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে নিজের স্মার্টফোনটিকে রক্ষা করা সম্ভব। তাহলে এই মরশুমে নিজের সাধের ফোনটিকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, সেটা জেনে নেওয়া যাক। আর বৃষ্টির জল ফোনে লেগে গেলেই বা কী করণীয়, সেটাও আলোচনা করে নেওয়া যাক।
ফোনটিকে ঠাণ্ডা করুন- যদি আবহাওয়া খুব গরম থাকে তাহলেও ফোনের স্ক্রিন অনেক সময় আটকে যায়। কাজ করা বন্ধ করে দেয়। তখন ফোনটি সুইচড অফ করে ঠাণ্ডা কোনও জায়গায় কিছুক্ষণ রেখে দিন। অনেকক্ষণ গেম খেললে বা অন্য অ্যাপ চালালে ফোন গরম হয়ে যায়।
advertisement
8/8
বালিশের নিচে স্মার্টফোন রেখে ঘুমানো আপনার স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক?
স্টোরেজ ফ্রি করুন- যদি ফোনে স্টোরেজ কম থাকে তাহলেও এই ধরনের সমস্যা দেখা দেয়। তাই যে সমস্ত অ্যাপ দরকার নেই ফটো, ভিডিও সব ডিলিট করে দিন। এরপর ক্যাশ ডেটা ডিলিট করে ফোন রিস্টার্ট করুন।
advertisement
advertisement
advertisement