Petrol Pump : ২, ৩, ৫...! এই থিওরি মনে রাখুন পেট্রোল পাম্পে গিয়ে, হাজার হাজার টাকা বাঁচবে, ঠকবেন না
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Petrol Pump- নিজের এলাকার নির্ভরযোগ্য পেট্রোল পাম্পে যান। তার পর সেখানে ২, ৩, ৫ লিটার পেট্রোল ভরান। এতে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা কমবে। ভুলেও কিন্তু ১০০, ২০০ টাকার পেট্রোল ভরাবেন না। তাতে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিশেষ দ্রষ্টব্য- পেট্রোল পাম্প আপনাকে প্রতারিত করার চেষ্টা করলে অভিযোগ দায়ের করতে পারেন। সরাসরি সেই পাম্পের মালিককে অভিযোগ জানাতে পারেন। ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প সম্পর্কে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর 1800-22-4344 এ কল করুন। HP পেট্রোল পাম্প সম্পর্কে অভিযোগের জন্য টোল-ফ্রি হেল্পলাইন নম্বর 1800-2333-555 এ কল করুন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন পেট্রোল পাম্পের জন্য 1800 2333 555 নম্বরে কল করতে পারেন।