G-mail: যাঁকে পাঠাচ্ছেন, তিনি ছাড়া আর কেউ খুলতে পারবেন না! ই-মেল করার এই গোপন কায়দাটা জানেন তো?
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এই মোডে ই-মেল ফরওয়ার্ড, কপি, প্রিন্ট বা ডাউনলোড করা যাবে না। এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে এই মোড চালু করা যাবে।
advertisement
তাই এই ধরনের মেলের ক্ষেত্রে সুরক্ষা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এমন অবস্থায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যাঁর কাছে সেই মেল পাঠানো হচ্ছে, তিনি ছাড়া যেন অন্য কেউ সেই মেল পড়তে না পারেন। এর জন্য জিমেলে একটি বিশেষ ফিচার রয়েছে। যার মাধ্যমে জিমেলের ইউজাররা সুরক্ষিত ভাবে যে কোনও মেল সেন্ড করতে পারবেন। এক নজরে দেখে নেওয়া যাক জিমেলের সেই ফিচারের সমস্ত খুঁটিনাটি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কেউ যদি এসএমএস পাসকোডের বিকল্পটি নির্বাচন করে থাকেন, তাহলে প্রাপক এসএমএস-এর মাধ্যমে পাসকোডটি পাবেন। মনে রাখতে হবে যে ইউজারদের এখানে রিসিভারের নম্বর লিখতে হবে। তারপর Save-এ ক্লিক করতে হবে। ইউজাররা যে কোনও সময় প্রেরিত ই-মেলের অ্যাক্সেস রিমুভ করতে পারেন। এর জন্য ইউজারদের Sent অপশনে গিয়ে Remove access-এ ক্লিক করতে হবে।