Yamaha R15M: আসছে R15M, মধ্যবিত্তের স্পোর্টস বাইক-এর স্বপ্নপূরণে নতুন মডেল আনছে Yamaha

Last Updated:
Yamaha R15M: এমনিতেই ভারতে দারুন জনপ্রিয় ইয়ামাহার R15 মডেল। এবার আসছে ভার্সন ফোর।
1/5
Yamaha R15 সিরিজের প্রতিটি মডেল এমনিতেই ভারতে ব্যাপক জনপ্রিয় হয়েছে। বাইকপ্রেমীদের প্রশ্ন ছিল, R15-এর ভার্সন ফোর কবে লঞ্চ করবে ইয়ামাহা! আর বেশি দেরি নেই।
Yamaha R15 সিরিজের প্রতিটি মডেল এমনিতেই ভারতে ব্যাপক জনপ্রিয় হয়েছে। বাইকপ্রেমীদের প্রশ্ন ছিল, R15-এর ভার্সন ফোর কবে লঞ্চ করবে ইয়ামাহা! আর বেশি দেরি নেই।
advertisement
2/5
R15M আসছে। আর এই মডেল সম্প্রতি রাস্তায় দেখা গিয়েছে। ভার্সন থ্রি-এর থেকে আরও বেশি ফিচার্স নিয়ে আসছে Yamaha R15M.
R15M আসছে। আর এই মডেল সম্প্রতি রাস্তায় দেখা গিয়েছে। ভার্সন থ্রি-এর থেকে আরও বেশি ফিচার্স নিয়ে আসছে Yamaha R15M.
advertisement
3/5
এর আগেও এই মডেল টেস্ট করার সময় স্পট হয়েছিল। ভার্সন থ্রি-এর মতো এই মডেলে ডুয়েল এলইডি থাকবে না। তার জায়গায় থাকবে সিঙ্গল প্রোজেক্টর ইউনিট।
এর আগেও এই মডেল টেস্ট করার সময় স্পট হয়েছিল। ভার্সন থ্রি-এর মতো এই মডেলে ডুয়েল এলইডি থাকবে না। তার জায়গায় থাকবে সিঙ্গল প্রোজেক্টর ইউনিট।
advertisement
4/5
ইয়ামাহার এন্ট্রি লেভেল স্পোর্টস বাইক হিসাবে এমনতিেই আরওয়ানফাইভ বেশ জনপ্রিয়। আরওয়ানফাইভএম-এ দুটি স্লিক এলইডি ডিআরএল থাকবে বলে জানা যাচ্ছে।
ইয়ামাহার এন্ট্রি লেভেল স্পোর্টস বাইক হিসাবে এমনতিেই আরওয়ানফাইভ বেশ জনপ্রিয়। আরওয়ানফাইভএম-এ দুটি স্লিক এলইডি ডিআরএল থাকবে বলে জানা যাচ্ছে।
advertisement
5/5
ব্লুটুথ কানেক্টিভিটি, ইনস্ট্রুমেন্ট প্যানেল, ইউএসডি ফোর্কস থাকবে। বাইকের হ্যান্ডলিং আগের থেকে ভাল হবে। 155cc ইঞ্জিনে থাকবে VVA টেকনোলজি। 18bhp পাওয়ারষ। সিক্স স্পিড গিয়ার বক্স থাকবে াগের মতোই।
ব্লুটুথ কানেক্টিভিটি, ইনস্ট্রুমেন্ট প্যানেল, ইউএসডি ফোর্কস থাকবে। বাইকের হ্যান্ডলিং আগের থেকে ভাল হবে। 155cc ইঞ্জিনে থাকবে VVA টেকনোলজি। 18bhp পাওয়ারষ। সিক্স স্পিড গিয়ার বক্স থাকবে াগের মতোই।
advertisement
advertisement
advertisement