Whatsapp আনছে নতুন ফিচার; ফিল্টার করা যাবে Unread Chats
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Whatsapp ডেস্কটপ বিটা অ্যাপ ভার্সন ২.২২২১.০ -তে নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা অপঠিত মেসেজ বাছাই করার অপশন পাবেন।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ Whatsapp বেশ কিছুদিন ধরেই লঞ্চ করে চলেছে একের পর এক নতুন ফিচার। এখন তারা বেশ কিছু নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। জানা গিয়েছে যে, খুব তাড়াতাড়ি Whatsapp চালু করতে চলেছে এই সকল নতুন ফিচার। এর মধ্যে Whatsapp চালু করতে পারে তাদের নতুন ফিচার ফিল্টার আনরিড চ্যাট (Filter Unread Chats)।
advertisement
advertisement
WAbetainfo-এর রিপোর্ট অনুযায়ী, Whatsapp ডেস্কটপ বিটা অ্যাপ ভার্সন ২.২২২১.০ -তে নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা অপঠিত মেসেজ বাছাই করার অপশন পাবেন। নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা ফিল্টার বাটন ব্যবহার করার সুযোগ পাবেন। উইন্ডোর ডানদিকের উপরে থাকতে পারে নতুন এই অপশন। এ ছাড়াও এই ফিচারের সাহায্যে ফিল্টার করা চ্যাট ক্লিয়ার করার অপশন পাওয়া যাবে।
advertisement
advertisement
WAbetainfo-এর রিপোর্ট অনুযায়ী Whatsapp এই নতুন ফিচার নিয়ে আসতে চলেছে ডেস্কটপের জন্য। এর ফলে ডেস্কটপের ইউজাররা Whatsapp এর এই নতুন ফিচার ব্যবহার করতে পারবেন সবার আগে। Whatsapp এখনই এই নতুন ফিচার Android এবং iOS ডিভাইসের জন্য চালু করছে না। কিন্তু, ভবিষ্যতে তাদের জন্য চালু করা হতে পারে Whatsapp-এর এই নতুন ফিচার।
advertisement
advertisement
