WhatsApp Update: অন্য কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করছে না তো? জানিয়ে দেবে WhatsApp
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
WhatsApp Update: খুব শীঘ্রই ‘লগইন অ্যাপ্রুভাল’ নামে একটি ফিচার আনতে চলেছে WhatsApp
advertisement
ব্যবহারকারীরা শীঘ্রই হ্যাকারদের হাত থেকে নিজেদের অ্যাকাউন্ট বাঁচাতে সক্ষম হবেন। খুব শীঘ্রই ‘লগইন অ্যাপ্রুভাল’ নামে একটি ফিচার আনতে চলেছে WhatsApp। WhatsApp বর্তমানে এই নতুন ফিচার নিয়ে কাজ করছে। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন যে কেউ তাঁদের WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করার চেষ্টা করছেন কি না!
advertisement
advertisement
এই সপ্তাহেই ট্র্যাকার সাইট WABetainfo-র মাধ্যমে লগইন অ্যাপ্রুভালের ফিচারের কথা জানানো হয়ে। তারা আরও জানিয়েছে যে, নতুন অ্যাকাউন্ট লগইন একটি ৬ সংখ্যার কোডের মাধ্যমে অ্যাপ্রুভ বা অনুমোদন করা হবে। এর ফলে ব্যবহারকারীরা ওই অ্যাপ্রুভালের অপশনটি দিতে অস্বীকার করলেই তাঁদের অ্যাকাউন্টে লগ ইন করা বন্ধ করতে পারবেন।
advertisement
advertisement
advertisement
WhatsApp বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করছেন। ফলে যে কেউ, যখন খুশি কাউকে মেসেজ করতে পারেন, এর ফলে হ্যাকিংয়ের সমস্যাও তৈরি হয়েছে। WhatsApp ব্যবহার করতে আমাদের একটি এসএমএসের মাধ্যমে মেসেজিং অ্যাপের দেওয়া ৬ সংখ্যার কোডটি ব্যবহার করে রেজিস্টার্ড মোবাইল নম্বরের মাধ্যমে লগ ইন করতে হবে। নিরাপত্তার জন্য সমস্ত ব্যবহারকারীদের একটি ডবল লেয়ার প্রোটেকশনও দেওয়া থাকে।
advertisement
