WhatsApp -এ নয়া ফিচার! আসতে চলেছে নতুন ক্যামেরা শর্টকার্ট ফিচার
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
আইফোন ইউজারদের জন্য WhatsApp নিয়ে আসতে চলেছে নতুন এই ক্যামেরা শর্টকার্ট ফিচার
advertisement
WhatsApp ট্র্যাকার WABetainfo রিপোর্ট অনুযায়ী মেটার নিজস্ব প্ল্যাটফর্ম WhatsApp-এ আসতে চলেছে নতুন এই ফিচার। WhatsApp বিটার আইওএস ২২.১৯.০.৭৫ আপডেটের মাধ্যমে আসতে চলেছে নতুন এই ফিচার। এর মাধ্যমে আইফোনের ইউজাররা ক্যামেরা শর্টকার্ট ব্যবহার করতে পারবেন যা নেভিগেশন বারে থাকবে বলে জানা যাচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতে আইফোনের ইউজাররা কমিউনিটি ক্রিয়েট করতে পারবেন।
advertisement
advertisement
advertisement
WhatsApp সম্প্রতি এই একই ক্যামেরা শর্টকার্ট ফিচার চালু করেছে অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য। এখন আইফোন ইউজারদের জন্য নিয়ে আসা হতে চলেছে এই ফিচার। ডবলুএবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী WhatsApp খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছে আরও একটি নতুন ফিচার। WhatsApp-এর এই নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা তারিখ দিয়ে সার্চ করতে পারবে মেসেজ।
advertisement
অর্থাৎ যে তারিখের WhatsApp মেসেজ ইউজাররা দেখতে চান, সেই তারিখ দিয়ে সার্চ করলেই খুব সহজেই দেখা যাবে সেই মেসেজ। WhatsApp-এর এই নতুন ফিচারের নাম হল ডেট সার্চ ফিচার। WhatsApp-এর এই নতুন ফিচার চালু হয়ে গেলে, ইউজাররা একটি ক্যালেন্ডার আইকন দেখতে পাবেন। এর মাধ্যমেই ইউজাররা খুঁজে পাবেন যে কোনও তারিখের মেসেজ।
advertisement
