WhatsApp Edit Message: এবার ভুল মেসেজ পাঠিয়ে ফেললেও চিন্তা নেই, WhatsApp আনছে ‘এডিট মেসেজ’ ফিচার

Last Updated:
WhatsApp is working on editing text messages | WhatsApp-এর নতুন এই এডিট ফিচার চালু হলে বেশ সুবিধা হবে বলেই মনে করছেন ব্যবহারকারীরা।
1/6
বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp বেশ কিছুদিন ধরেই লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। জানা গিয়েছে যে WhatsApp নিয়ে আসতে চলেছে আরও বেশ কয়েকটি নতুন ফিচার। WhatsApp এখন সেই সকল ফিচারের পরীক্ষা নিরীক্ষা করছে। WhatsApp খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারে এডিট মেসেজ ফিচার।
বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp বেশ কিছুদিন ধরেই লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। জানা গিয়েছে যে WhatsApp নিয়ে আসতে চলেছে আরও বেশ কয়েকটি নতুন ফিচার। WhatsApp এখন সেই সকল ফিচারের পরীক্ষা নিরীক্ষা করছে। WhatsApp খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারে এডিট মেসেজ ফিচার।
advertisement
2/6
জানা গিয়েছে যে WhatsApp এই ফিচারের পরীক্ষা করছে। এই ফিচারের মাধ্যমে ইউজাররা একবার মেসেজ পাঠিয়ে (Sent) দিলেও তা এডিট (Edit) করতে পারবেন। তবে এই প্রথম নয়। এর আগেও ২০১৭ সালে শোনা গিয়েছিল WhatsApp এর এই নতুন ফিচার সম্পর্কে।
জানা গিয়েছে যে WhatsApp এই ফিচারের পরীক্ষা করছে। এই ফিচারের মাধ্যমে ইউজাররা একবার মেসেজ পাঠিয়ে (Sent) দিলেও তা এডিট (Edit) করতে পারবেন। তবে এই প্রথম নয়। এর আগেও ২০১৭ সালে শোনা গিয়েছিল WhatsApp এর এই নতুন ফিচার সম্পর্কে।
advertisement
3/6
WAbetainfo-র রিপোর্ট অনুযায়ী WhatsApp পরীক্ষা নিরীক্ষা করছে নতুন এই ফিচারের। জানা গিয়েছে, WhatsApp এর নতুন এই ফিচারের মাধ্যমে একবার মেসেজ পাঠিয়ে দিলে এবং তা প্রাপকের কাছে পৌঁছে গেলও প্রেরক তা এডিট (Edit) করতে পারবেন। জানা গিয়েছে যে, WhatsApp-এর এই নতুন এডিট অপশন দেখা যাবে 'ইনফো' (info) এবং 'কপি' (copy)-এর মাঝখানে।
WAbetainfo-র রিপোর্ট অনুযায়ী WhatsApp পরীক্ষা নিরীক্ষা করছে নতুন এই ফিচারের। জানা গিয়েছে, WhatsApp এর নতুন এই ফিচারের মাধ্যমে একবার মেসেজ পাঠিয়ে দিলে এবং তা প্রাপকের কাছে পৌঁছে গেলও প্রেরক তা এডিট (Edit) করতে পারবেন। জানা গিয়েছে যে, WhatsApp-এর এই নতুন এডিট অপশন দেখা যাবে 'ইনফো' (info) এবং 'কপি' (copy)-এর মাঝখানে।
advertisement
4/6
ইউজাররা যে মেসেজ এডিট করতে চান, সেটি চেপে ধরলেই এই এডিট অপশন দেখতে পাওয়া যাবে এদের মধ্যে। জানা গিয়েছে যে WhatsApp এর এই নতুন এডিট ফিচার এখন পরীক্ষা করা হচ্ছে Android ভার্সনের জন্য। কিন্তু, খুব তাড়াতাড়ি WhatsApp এর এই নতুন এডিট ভার্সন চালু করা হবে iOS এবং ডেস্কটপ প্ল্যাটফর্মের জন্য।
ইউজাররা যে মেসেজ এডিট করতে চান, সেটি চেপে ধরলেই এই এডিট অপশন দেখতে পাওয়া যাবে এদের মধ্যে। জানা গিয়েছে যে WhatsApp এর এই নতুন এডিট ফিচার এখন পরীক্ষা করা হচ্ছে Android ভার্সনের জন্য। কিন্তু, খুব তাড়াতাড়ি WhatsApp এর এই নতুন এডিট ভার্সন চালু করা হবে iOS এবং ডেস্কটপ প্ল্যাটফর্মের জন্য।
advertisement
5/6
WhatsApp-এর নতুন এই এডিট ফিচার চালু হলে বেশ সুবিধা হবে বলেই মনে করছেন ব্যবহারকারীরা। এর ফলে ভুল করে পাঠিয়ে দেওয়া মেসেজ আর ডিলিট করতে হবে না। কিন্তু, WhatsApp এর নতুন এই ফিচার এখনও বিটা ভার্সনের জন্য পরীক্ষা করা হচ্ছে। সুতরাং WhatsApp এর এই নতুন এডিট ফিচার কবে সকল ইউজারদের জন্য চালু করা হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
WhatsApp-এর নতুন এই এডিট ফিচার চালু হলে বেশ সুবিধা হবে বলেই মনে করছেন ব্যবহারকারীরা। এর ফলে ভুল করে পাঠিয়ে দেওয়া মেসেজ আর ডিলিট করতে হবে না। কিন্তু, WhatsApp এর নতুন এই ফিচার এখনও বিটা ভার্সনের জন্য পরীক্ষা করা হচ্ছে। সুতরাং WhatsApp এর এই নতুন এডিট ফিচার কবে সকল ইউজারদের জন্য চালু করা হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
advertisement
6/6
WhatsApp-এর নতুন এই এডিট ফিচারের মাধ্যমে কতবার সেই মেসেজ এডিট করা যাবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যাকে মেসেজ পাঠানো হয়েছে, মেসেজ এডিট করার সময় সে জানতে পারবে কিনা, সেই বিষয়েও এখনও কিছু জানা যায়নি। এই সমস্ত বিষয় জানা যাবে WhatsApp এর নতুন এডিট ফিচার চালু হলে।
WhatsApp-এর নতুন এই এডিট ফিচারের মাধ্যমে কতবার সেই মেসেজ এডিট করা যাবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যাকে মেসেজ পাঠানো হয়েছে, মেসেজ এডিট করার সময় সে জানতে পারবে কিনা, সেই বিষয়েও এখনও কিছু জানা যায়নি। এই সমস্ত বিষয় জানা যাবে WhatsApp এর নতুন এডিট ফিচার চালু হলে।
advertisement
advertisement
advertisement