WhatsApp Edit Message: এবার ভুল মেসেজ পাঠিয়ে ফেললেও চিন্তা নেই, WhatsApp আনছে ‘এডিট মেসেজ’ ফিচার
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp is working on editing text messages | WhatsApp-এর নতুন এই এডিট ফিচার চালু হলে বেশ সুবিধা হবে বলেই মনে করছেন ব্যবহারকারীরা।
advertisement
advertisement
WAbetainfo-র রিপোর্ট অনুযায়ী WhatsApp পরীক্ষা নিরীক্ষা করছে নতুন এই ফিচারের। জানা গিয়েছে, WhatsApp এর নতুন এই ফিচারের মাধ্যমে একবার মেসেজ পাঠিয়ে দিলে এবং তা প্রাপকের কাছে পৌঁছে গেলও প্রেরক তা এডিট (Edit) করতে পারবেন। জানা গিয়েছে যে, WhatsApp-এর এই নতুন এডিট অপশন দেখা যাবে 'ইনফো' (info) এবং 'কপি' (copy)-এর মাঝখানে।
advertisement
advertisement
WhatsApp-এর নতুন এই এডিট ফিচার চালু হলে বেশ সুবিধা হবে বলেই মনে করছেন ব্যবহারকারীরা। এর ফলে ভুল করে পাঠিয়ে দেওয়া মেসেজ আর ডিলিট করতে হবে না। কিন্তু, WhatsApp এর নতুন এই ফিচার এখনও বিটা ভার্সনের জন্য পরীক্ষা করা হচ্ছে। সুতরাং WhatsApp এর এই নতুন এডিট ফিচার কবে সকল ইউজারদের জন্য চালু করা হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
advertisement
