কারণ WhatsApp ইতিমধ্যেই শুরু করে দিয়েছে চ্যাট সিঙ্ক ফিচারের কাজ। জানা গিয়েছে যে WhatsApp ইতিমধ্যেই তাদের নতুন চ্যাট সিঙ্ক ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা শুরু করে দিয়েছে। নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা একটাই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে দুটি ভিন্ন ফোনে। নতুন এই বিচারের মাধ্যমে WhatsApp অ্যাকাউন্টের মেসেজ দুটি ফোনে সিঙ্ক হয়ে যাবে নিজে থেকে।
WABetainfo রিপোর্ট অনুযায়ী WhatsApp তাদের নতুন এই ফিচারের পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে। এখনও সেটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। WhatsApp বিটার অ্যান্ড্রয়েড ভার্সন ২.২২.১৫.১৩-তে নতুন সেই ফিচারের পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে WhatsApp নতুন ফিচারের অপশন সকল ইউজারের জন্য চালু করতে চলেছে।
WhatsApp কিছুদিন আগেই চালু করেছিল তাদের নতুন একটি ফিচার। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ইউজাররা তাদের চ্যাট মাইগ্রেট করতে পারে আইওএস ডিভাইসে। কয়েক সপ্তাহ আগেই WhatsApp চালু করেছিল তাদের নতুন এই ফিচার। মেটার (Meta) নিজস্ব প্লাটফর্ম WhatsApp এবার নিয়ে আসতে চলেছে তাদের নতুন চ্যাট সিঙ্ক ফিচার। ইউজারদের সুবিধার জন্য WhatsApp নিয়ে আসতে চলেছে তাদের নতুন এই ফিচার।