WhatsApp-এ আসছে নতুন চ্যাট সিঙ্ক ফিচার; এক নজরে দেখে নিন সমস্ত খুঁটিনাটি

Last Updated:
নতুন এই বিচারের মাধ্যমে WhatsApp অ্যাকাউন্টের মেসেজ দুটি ফোনে সিঙ্ক হয়ে যাবে নিজে থেকে।
1/7
জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম WhatsApp তাদের ইউজারদের জন্য চালু করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। এবার তারা নিয়ে আসতে চলেছে আরও একটি নতুন ফিচার। বর্তমানে মাল্টি ডিভাইস লিঙ্কিং একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম WhatsApp তাদের ইউজারদের জন্য চালু করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। এবার তারা নিয়ে আসতে চলেছে আরও একটি নতুন ফিচার। বর্তমানে মাল্টি ডিভাইস লিঙ্কিং একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
advertisement
2/7
কিন্তু এখনও WhatsApp কেবল নির্দিষ্ট ডেক্সটপ এবং ল্যাপটপেই ব্যবহার করা যায়। একই সঙ্গে বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যায় না। এর ফলে এখনও একটি WhatsApp অ্যাকাউন্ট দুটো স্মার্টফোনে ব্যবহার করা যায় না। কিন্তু ভবিষ্যতে এটি বদলাতে চলেছে।
কিন্তু এখনও WhatsApp কেবল নির্দিষ্ট ডেক্সটপ এবং ল্যাপটপেই ব্যবহার করা যায়। একই সঙ্গে বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যায় না। এর ফলে এখনও একটি WhatsApp অ্যাকাউন্ট দুটো স্মার্টফোনে ব্যবহার করা যায় না। কিন্তু ভবিষ্যতে এটি বদলাতে চলেছে।
advertisement
3/7
কারণ WhatsApp ইতিমধ্যেই শুরু করে দিয়েছে চ্যাট সিঙ্ক ফিচারের কাজ। জানা গিয়েছে যে WhatsApp ইতিমধ্যেই তাদের নতুন চ্যাট সিঙ্ক ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা শুরু করে দিয়েছে। নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা একটাই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে দুটি ভিন্ন ফোনে। নতুন এই বিচারের মাধ্যমে WhatsApp অ্যাকাউন্টের মেসেজ দুটি ফোনে সিঙ্ক হয়ে যাবে নিজে থেকে।
কারণ WhatsApp ইতিমধ্যেই শুরু করে দিয়েছে চ্যাট সিঙ্ক ফিচারের কাজ। জানা গিয়েছে যে WhatsApp ইতিমধ্যেই তাদের নতুন চ্যাট সিঙ্ক ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা শুরু করে দিয়েছে। নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা একটাই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে দুটি ভিন্ন ফোনে। নতুন এই বিচারের মাধ্যমে WhatsApp অ্যাকাউন্টের মেসেজ দুটি ফোনে সিঙ্ক হয়ে যাবে নিজে থেকে।
advertisement
4/7
WABetainfo রিপোর্ট অনুযায়ী WhatsApp তাদের নতুন এই ফিচারের পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে। এখনও সেটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। WhatsApp বিটার অ্যান্ড্রয়েড ভার্সন ২.২২.১৫.১৩-তে নতুন সেই ফিচারের পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে WhatsApp নতুন ফিচারের অপশন সকল ইউজারের জন্য চালু করতে চলেছে।
WABetainfo রিপোর্ট অনুযায়ী WhatsApp তাদের নতুন এই ফিচারের পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে। এখনও সেটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। WhatsApp বিটার অ্যান্ড্রয়েড ভার্সন ২.২২.১৫.১৩-তে নতুন সেই ফিচারের পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে WhatsApp নতুন ফিচারের অপশন সকল ইউজারের জন্য চালু করতে চলেছে।
advertisement
5/7
সুতরাং WhatsApp-এর নতুন চ্যাট সিঙ্ক ফিচার চালু হয়ে গেলে খুবই উপকৃত হবে ইউজাররা। কারণ এর মাধ্যমে একটা WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে দুটি ফোনে। এর ফলে একটা WhatsApp অ্যাকাউন্ট থেকে দু'টি ডিভাইসেই সিঙ্ক করা যাবে বিভিন্ন ধরনের চ্যাট।
সুতরাং WhatsApp-এর নতুন চ্যাট সিঙ্ক ফিচার চালু হয়ে গেলে খুবই উপকৃত হবে ইউজাররা। কারণ এর মাধ্যমে একটা WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে দুটি ফোনে। এর ফলে একটা WhatsApp অ্যাকাউন্ট থেকে দু'টি ডিভাইসেই সিঙ্ক করা যাবে বিভিন্ন ধরনের চ্যাট।
advertisement
6/7
WhatsApp কিছুদিন আগেই চালু করেছিল তাদের নতুন একটি ফিচার। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ইউজাররা তাদের চ্যাট মাইগ্রেট করতে পারে আইওএস ডিভাইসে। কয়েক সপ্তাহ আগেই WhatsApp চালু করেছিল তাদের নতুন এই ফিচার। মেটার (Meta) নিজস্ব প্লাটফর্ম WhatsApp এবার নিয়ে আসতে চলেছে তাদের নতুন চ্যাট সিঙ্ক ফিচার। ইউজারদের সুবিধার জন্য WhatsApp নিয়ে আসতে চলেছে তাদের নতুন এই ফিচার।
WhatsApp কিছুদিন আগেই চালু করেছিল তাদের নতুন একটি ফিচার। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ইউজাররা তাদের চ্যাট মাইগ্রেট করতে পারে আইওএস ডিভাইসে। কয়েক সপ্তাহ আগেই WhatsApp চালু করেছিল তাদের নতুন এই ফিচার। মেটার (Meta) নিজস্ব প্লাটফর্ম WhatsApp এবার নিয়ে আসতে চলেছে তাদের নতুন চ্যাট সিঙ্ক ফিচার। ইউজারদের সুবিধার জন্য WhatsApp নিয়ে আসতে চলেছে তাদের নতুন এই ফিচার।
advertisement
7/7
কারণ WhatsApp-এর জনপ্রিয়তা ধীরে ধীরে আরও বেড়ে চলেছে। সেই কথা মাথায় রেখে WhatsApp তাদের ইউজারদের দিতে চলেছে আরও উন্নত ও আধুনিক পরিষেবা। কারণ পুরো বিশ্বে ছড়িয়ে রয়েছে WhatsApp-এর অনেক ইউজার। নতুন চ্যাট সিঙ্ক ফিচারের মাধ্যমে তারা সকলেই উপকৃত হবে।
কারণ WhatsApp-এর জনপ্রিয়তা ধীরে ধীরে আরও বেড়ে চলেছে। সেই কথা মাথায় রেখে WhatsApp তাদের ইউজারদের দিতে চলেছে আরও উন্নত ও আধুনিক পরিষেবা। কারণ পুরো বিশ্বে ছড়িয়ে রয়েছে WhatsApp-এর অনেক ইউজার। নতুন চ্যাট সিঙ্ক ফিচারের মাধ্যমে তারা সকলেই উপকৃত হবে।
advertisement
advertisement
advertisement