সম্প্রতি একটি WhatsApp OTP স্ক্যাম (scam) প্রত্যক্ষ করা গিয়েছে। জানা গিয়েছে, স্ক্যামাররা OTP পাঠিয়ে যে কোনও ব্যবহারকারীর অ্যাকাউন্ট দখল করার চেষ্টা করছে। একটি সাইবার সিকিওরিটি (Cybersecurity) সংস্থার তরফে দাবি করা হয়েছে, এ ধরনের জালিয়াতি ঘটিয়ে স্ক্যামাররা বিভিন্ন মানুষের WhatsApp হাইজ্যাক করছে।
ফলে ব্যবহারকারীদের খুবই সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে Whatsapp। কারও সঙ্গে OTP or verification code শেয়ার না করার পরামর্শও দেওয়া হয়েছে। যদি অকারণে কোনও ব্যক্তির কাছে কোনও OTP আসে, তা হলে কোনও উত্তর দেওয়ার বা দরকার নেই। ওই OTP কোথাও দেওয়ার দরকার নেই। এমন কোনও OTP আসার পর পরই একটি ফোনও আসতে পারে। সতর্ক থাকতে হবে।