এবার Status Update-এ বদল আনতে চলেছে WhatsApp! দেখে নিন খুঁটিনাটি

Last Updated:
WhatsApp Feature Update: এখন থেকে চ্যাট প্রোফাইল স্টেটাস আপডেটের সময় ব্যবহারকারীরা নিজেরাই আপডেট ম্যানেজ করতে পারবেন।
1/6
এ বার WhatsApp Status-এর লাগাম ধরতে পারবেন ব্যবহারকারীরা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট WhatsApp সম্প্রতি এমনই এক ফিচারের উপর কাজ করছে বলে জানা গিয়েছে। এর ফলে এখন থেকে চ্যাট প্রোফাইল স্টেটাস আপডেটের সময় ব্যবহারকারীরা নিজেরাই আপডেট ম্যানেজ করতে পারবেন।
এ বার WhatsApp Status-এর লাগাম ধরতে পারবেন ব্যবহারকারীরা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট WhatsApp সম্প্রতি এমনই এক ফিচারের উপর কাজ করছে বলে জানা গিয়েছে। এর ফলে এখন থেকে চ্যাট প্রোফাইল স্টেটাস আপডেটের সময় ব্যবহারকারীরা নিজেরাই আপডেট ম্যানেজ করতে পারবেন।
advertisement
2/6
WABetaInfo-র রিপোর্ট অনুয়ায়ী Meta মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp সম্প্রতি স্টেটাস রিপ্লাই ইন্ডিকেটরের (Status reply indicator) উপর কাজ করছে। এই নতুন আপডেটেড ভার্সনে স্টেটাস আপডেটের জন্য কোনও নতুন মেসেজ এলেই ব্যবহারকারীরা চ্যাট বক্সে সম্পূর্ণ নতুন ও ভিন্ন একটি আইকন দেখতে পাবেন। আপাতত এই ফিচারটি ডেক্সটপ ভার্সনের জন্য তৈরি করা হচ্ছে বলে জানানো হয়েছে, এ থেকে বোঝা যাচ্ছে ভবিষ্যতে Android ও iOS ভার্সনের ফোনেও এটি ব্যবহার করা যাবে।
WABetaInfo-র রিপোর্ট অনুয়ায়ী Meta মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp সম্প্রতি স্টেটাস রিপ্লাই ইন্ডিকেটরের (Status reply indicator) উপর কাজ করছে। এই নতুন আপডেটেড ভার্সনে স্টেটাস আপডেটের জন্য কোনও নতুন মেসেজ এলেই ব্যবহারকারীরা চ্যাট বক্সে সম্পূর্ণ নতুন ও ভিন্ন একটি আইকন দেখতে পাবেন। আপাতত এই ফিচারটি ডেক্সটপ ভার্সনের জন্য তৈরি করা হচ্ছে বলে জানানো হয়েছে, এ থেকে বোঝা যাচ্ছে ভবিষ্যতে Android ও iOS ভার্সনের ফোনেও এটি ব্যবহার করা যাবে।
advertisement
3/6
এই ফিচারের আরেকটি সুবিধা হল, আপডেটের পর ব্যবহারকারীরা খুব সহজেই জানতে পারবেন তাঁদের কন্ট্যাক্ট লিস্টের কোন কোন সদস্য স্টেটাসে উত্তর দিয়েছেন করছেন। ফলে যাঁরা স্টেটাসের মাধ্যমে রিপ্লাই করছেন এবং যাঁরা সাধারণ মেসেজ করছেন তাদের মধ্যে পার্থক্য বোঝা যাবে।
এই ফিচারের আরেকটি সুবিধা হল, আপডেটের পর ব্যবহারকারীরা খুব সহজেই জানতে পারবেন তাঁদের কন্ট্যাক্ট লিস্টের কোন কোন সদস্য স্টেটাসে উত্তর দিয়েছেন করছেন। ফলে যাঁরা স্টেটাসের মাধ্যমে রিপ্লাই করছেন এবং যাঁরা সাধারণ মেসেজ করছেন তাদের মধ্যে পার্থক্য বোঝা যাবে।
advertisement
4/6
WABetaInfo-র রিপোর্ট অনুয়ায়ী, এই ফিচারটি ডেক্সটপ ভার্সন, Android ও iOS ভার্সনে আসবে বলে মনে হচ্ছে। যদিও বা এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি।
WABetaInfo-র রিপোর্ট অনুয়ায়ী, এই ফিচারটি ডেক্সটপ ভার্সন, Android ও iOS ভার্সনে আসবে বলে মনে হচ্ছে। যদিও বা এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি।
advertisement
5/6
এর আগে গত ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি রিপোর্টে WABetaInfo জানিয়েছিল যে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp তার ডেস্কটপ ভার্সনে এমন একটি নতুন ফিচার আনতে চলেছে যাতে ব্যবহারকারীরা ব্যবসার ক্ষেত্রে আলাদা ভাবে একটি পেজ খুলতে পারবেন এবং ব্যবসা সংক্রান্ত প্রচারের কাজ সামলাতে পারবেন। এই ধরনের ফিচার এর অনেক আগে থেকেই Facebook-এ প্রচলিত রয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি রিপোর্টে WABetaInfo জানিয়েছিল যে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp তার ডেস্কটপ ভার্সনে এমন একটি নতুন ফিচার আনতে চলেছে যাতে ব্যবহারকারীরা ব্যবসার ক্ষেত্রে আলাদা ভাবে একটি পেজ খুলতে পারবেন এবং ব্যবসা সংক্রান্ত প্রচারের কাজ সামলাতে পারবেন। এই ধরনের ফিচার এর অনেক আগে থেকেই Facebook-এ প্রচলিত রয়েছে।
advertisement
6/6
WABetaInfo দ্বারা প্রকাশিত ওই রিপোর্টে আরও বলা হয়েছিল যে, এই ফিচারটি WhatsApp Business নামে iOS ভার্সনে প্রয়োগ করে পরীক্ষা করে দেখা হবে। যদিও বা কোনও ফিচার নিয়েই এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি Whatsapp-এর তরফে।
WABetaInfo দ্বারা প্রকাশিত ওই রিপোর্টে আরও বলা হয়েছিল যে, এই ফিচারটি WhatsApp Business নামে iOS ভার্সনে প্রয়োগ করে পরীক্ষা করে দেখা হবে। যদিও বা কোনও ফিচার নিয়েই এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি Whatsapp-এর তরফে।
advertisement
advertisement
advertisement