WABetaInfo-র রিপোর্ট অনুয়ায়ী Meta মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp সম্প্রতি স্টেটাস রিপ্লাই ইন্ডিকেটরের (Status reply indicator) উপর কাজ করছে। এই নতুন আপডেটেড ভার্সনে স্টেটাস আপডেটের জন্য কোনও নতুন মেসেজ এলেই ব্যবহারকারীরা চ্যাট বক্সে সম্পূর্ণ নতুন ও ভিন্ন একটি আইকন দেখতে পাবেন। আপাতত এই ফিচারটি ডেক্সটপ ভার্সনের জন্য তৈরি করা হচ্ছে বলে জানানো হয়েছে, এ থেকে বোঝা যাচ্ছে ভবিষ্যতে Android ও iOS ভার্সনের ফোনেও এটি ব্যবহার করা যাবে।
এর আগে গত ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি রিপোর্টে WABetaInfo জানিয়েছিল যে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp তার ডেস্কটপ ভার্সনে এমন একটি নতুন ফিচার আনতে চলেছে যাতে ব্যবহারকারীরা ব্যবসার ক্ষেত্রে আলাদা ভাবে একটি পেজ খুলতে পারবেন এবং ব্যবসা সংক্রান্ত প্রচারের কাজ সামলাতে পারবেন। এই ধরনের ফিচার এর অনেক আগে থেকেই Facebook-এ প্রচলিত রয়েছে।