জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp তাদের ইউজারদের নিয়ে আসছে একের পর এক নতুন ফিচার। WhatsApp নিয়ে আসতে চলেছে আরও দু'টি নতুন টুলস। জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp নিয়ে আসতে চলেছে নতুন ড্রয়িং টুলস, এর মধ্যে একটি হল নতুন পেনসিল এবং আরেকটি হল ব্লার টুল। নতুন এই দু'টি ড্রইং টুলস নিয়ে এখনও কাজ করছে WhatsApp। কবে এই নতুন টুলস দু'টি লঞ্চ করা হবে সেই সম্পর্কে কিছু না জানানো হলেও, মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে WhatsApp-এর এই নতুন দু'টি ড্রইং টুলস।
WABetaInfo ট্যুইট করে জানিয়েছে যে WhatsApp তার নতুন দু'টি ড্রইং টুলস নিয়ে কাজ করছে। এর মধ্যে একটি হল দু'টি নতুন পেন্সিল এবং আরেকটি হল ব্লার টুল। WhatsApp বেটার অ্যান্ড্রয়েড (Android) ভার্সন ২.২২.৩.৫ ভার্সনের জন্য এই নতুন দু'টি ড্রইং টুলস লঞ্চ করা হবে। এর মাধ্যমে ইউজাররা WhatsApp-এ নতুন পেনসিল এবং ব্লার টুলের সাহায্যে নিজেদের পছন্দ মতো যা খুশি ড্রইং করতে পারবে।
এছাড়াও WhatsApp ডেস্কটপ ইউজারদের জন্য লঞ্চ করেছে নতুন ফিচার- WhatsApp-এর চ্যাটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কালারের ব্যবহার। কালার ফর চ্যাট বাবল, ডার্ক থিম, ডার্ক ব্লু কালারের ব্যবহার ইত্যাদি নিয়ে আসা হয়েছে WhatsApp-এর ডেস্কটপ ইউজারদের জন্য। WhatsApp ডেক্সটপ বেটা ২.২২০১.২ ভার্সনের ইউজাররা ব্যবহার করতে পারবে WhatsApp-এর নতুন ফিচার। ডাবলুএবেটাইনফো ট্যুইট করে এই খবরটি জানিয়েছে।
WhatsApp-এর নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা ডার্ক থিমের ব্যবহার করতে পারবে। এছাড়াও WhatsApp-এর ইউজাররা তাদের চ্যাট বাবলসের কালার পরিবর্তন করতে পারবে। এই চ্যাট বাবলসের কালার পরিবর্তন অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজাররা আগে থেকেই করতে পারলেও WhatsApp-এর এই নতুন ফিচারের নিয়ে আসা হয়েছে ডেস্কটপ ইউজারদের জন্য। এখন থেকে WhatsApp-এর ডেক্সটপ ইউজাররা নতুন এই ফিচারের ব্যবহার করতে পারবে। ড্রইং টুলসের মাধ্যমে WhatsApp তাদের ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে নতুন ফিচার। এর মাধ্যমে WhatsApp-এর ইউজারদের ড্রইং করতে সুবিধা হবে।