WhatsApp Update: অন্যদের নিজের ফোন নম্বর দেখাতে চান না? চিন্তা নেই, এবার সে সুবিধেও দেবে WhatsApp
- Published by:Ananya Chakraborty
Last Updated:
এই আপডেটটির মাধ্যমে WhatsApp ব্যবহারকারীরা তাঁদের নির্বাচিত WhatsApp গ্রুপ থেকে তাঁদের ফোন নম্বর লুকিয়ে রাখতে পারবেন।
advertisement
advertisement
এই আপডেটটির মাধ্যমে WhatsApp ব্যবহারকারীরা তাঁদের নির্বাচিত WhatsApp গ্রুপ থেকে তাঁদের ফোন নম্বর লুকিয়ে রাখতে পারবেন। আমরা যেমন জানি যে, বর্তমানে WhatsApp গ্রুপে থাকা প্রত্যেকেরই নম্বরই আমরা দেখতে পারি, সেক্ষেত্রে অনেক সময়ই ব্যবহারকারীদের কাছে এটি সিকিউরিটির প্রশ্ন হয়ে দাঁড়ায়। অনেকের কাছে গোপনীয়তা রক্ষা করা উদ্বেগজনকও হয়ে ওঠে।
advertisement
advertisement
advertisement
advertisement
এছাড়া আমরা নির্বাচিত ব্যক্তি, সমস্ত পরিচিতি বা সবার থেকে আমাদের অনলাইন উপস্থিত থাকার বিষয়টিও লুকিয়ে রাখতে পারব। এই মুহূর্তে অ্যান্ড্রয়েড এবং আইওএসের মধ্যে স্মার্ট মাইগ্রেশন ফিচার নিয়েও কাজ করছে সংস্থা। এর ফলে যে কেউ এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে খুব দ্রুত ও সহজে চ্যাট, ফটো এবং ভিডিও ট্রান্সফার করতে পারবেন। তবে এ ক্ষেত্রে কলিং হিস্টরিকে ট্রান্সফার করা যাবে না।
