WhatsApp Update: অন্যদের নিজের ফোন নম্বর দেখাতে চান না? চিন্তা নেই, এবার সে সুবিধেও দেবে WhatsApp

Last Updated:
এই আপডেটটির মাধ্যমে WhatsApp ব্যবহারকারীরা তাঁদের নির্বাচিত WhatsApp গ্রুপ থেকে তাঁদের ফোন নম্বর লুকিয়ে রাখতে পারবেন।
1/7
WhatsApp প্রায় প্রতিদিনই নতুন নতুন ফিচার এনে চলেছে। ব্যবহারকারীদের WhatsApp ব্যবহারের অভিজ্ঞতাকে উন্নত করতে পরবর্তীতে আরও নতুন ফিচার আনবে WhatsApp। সম্প্রতি WhatsApp-র সর্বশেষ আপডেট অনুসারে জানা গিয়েছে যে, মেসেজিং অ্যাপ তার ব্যবহারকারীদের নম্বর হাইড করার ফিচারও অফার করবে।
WhatsApp প্রায় প্রতিদিনই নতুন নতুন ফিচার এনে চলেছে। ব্যবহারকারীদের WhatsApp ব্যবহারের অভিজ্ঞতাকে উন্নত করতে পরবর্তীতে আরও নতুন ফিচার আনবে WhatsApp। সম্প্রতি WhatsApp-র সর্বশেষ আপডেট অনুসারে জানা গিয়েছে যে, মেসেজিং অ্যাপ তার ব্যবহারকারীদের নম্বর হাইড করার ফিচারও অফার করবে।
advertisement
2/7
এর ফলে ব্যবহারকারীরা এবার থেকে তাঁদের ফোন নম্বরও লুকিয়ে রাখতে পারেন। WhatsApp এই ফিচারটি আপাতত অ্যান্ড্রয়েডের বিটা ভার্সন 2.22.17.23 দিয়ে পরীক্ষা করবে বলে জানিয়েছে, তবে এটি এখনও বিটা টেস্টারদের কাছে উপলব্ধ নয়।
এর ফলে ব্যবহারকারীরা এবার থেকে তাঁদের ফোন নম্বরও লুকিয়ে রাখতে পারেন। WhatsApp এই ফিচারটি আপাতত অ্যান্ড্রয়েডের বিটা ভার্সন 2.22.17.23 দিয়ে পরীক্ষা করবে বলে জানিয়েছে, তবে এটি এখনও বিটা টেস্টারদের কাছে উপলব্ধ নয়।
advertisement
3/7
এই আপডেটটির মাধ্যমে WhatsApp ব্যবহারকারীরা তাঁদের নির্বাচিত WhatsApp গ্রুপ থেকে তাঁদের ফোন নম্বর লুকিয়ে রাখতে পারবেন। আমরা যেমন জানি যে, বর্তমানে WhatsApp গ্রুপে থাকা প্রত্যেকেরই নম্বরই আমরা দেখতে পারি, সেক্ষেত্রে অনেক সময়ই ব্যবহারকারীদের কাছে এটি সিকিউরিটির প্রশ্ন হয়ে দাঁড়ায়। অনেকের কাছে গোপনীয়তা রক্ষা করা উদ্বেগজনকও হয়ে ওঠে।
এই আপডেটটির মাধ্যমে WhatsApp ব্যবহারকারীরা তাঁদের নির্বাচিত WhatsApp গ্রুপ থেকে তাঁদের ফোন নম্বর লুকিয়ে রাখতে পারবেন। আমরা যেমন জানি যে, বর্তমানে WhatsApp গ্রুপে থাকা প্রত্যেকেরই নম্বরই আমরা দেখতে পারি, সেক্ষেত্রে অনেক সময়ই ব্যবহারকারীদের কাছে এটি সিকিউরিটির প্রশ্ন হয়ে দাঁড়ায়। অনেকের কাছে গোপনীয়তা রক্ষা করা উদ্বেগজনকও হয়ে ওঠে।
advertisement
4/7
এরপর থেকে বিজনেস গ্রুপ হোক বা সাধারণ ব্যবহারকারী, সবাই তাঁদের নম্বর গোপন রাখতে পারবেন। আপাতত যেহেতু ফিচারটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে তাই বিটা টেস্টাররা ভবিষ্যতের আপডেটে এটি অ্যাকসেস করতে পারবেন।
এরপর থেকে বিজনেস গ্রুপ হোক বা সাধারণ ব্যবহারকারী, সবাই তাঁদের নম্বর গোপন রাখতে পারবেন। আপাতত যেহেতু ফিচারটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে তাই বিটা টেস্টাররা ভবিষ্যতের আপডেটে এটি অ্যাকসেস করতে পারবেন।
advertisement
5/7
সূত্র মারফত প্রাপ্ত তথ্য অনুযায়ী WhatsApp আগামী মাসেই এই ফিচারটি গ্রাহকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। এছাড়াও লগইন অ্যাপ্রুভাল নিয়েও WhatsApp নানা রকম পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এই নতুন ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের WhatsApp অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারবেন।
সূত্র মারফত প্রাপ্ত তথ্য অনুযায়ী WhatsApp আগামী মাসেই এই ফিচারটি গ্রাহকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। এছাড়াও লগইন অ্যাপ্রুভাল নিয়েও WhatsApp নানা রকম পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এই নতুন ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের WhatsApp অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারবেন।
advertisement
6/7
এ ক্ষেত্রে কোনও অজানা ব্যক্তি আমাদের অ্যাকাউন্ট অ্যাকসেস করার চেষ্টা করলে এই ফিচারটি ব্যবহারকারীকে সতর্ক করে দেবে এবং এমনকী আমাদের এটাও জানিয়ে দেবে যে কোন ডিভাইস থেকে অ্যাকাউন্টটি অবৈধভাবে অ্যাকসেস করা হয়েছে।
এ ক্ষেত্রে কোনও অজানা ব্যক্তি আমাদের অ্যাকাউন্ট অ্যাকসেস করার চেষ্টা করলে এই ফিচারটি ব্যবহারকারীকে সতর্ক করে দেবে এবং এমনকী আমাদের এটাও জানিয়ে দেবে যে কোন ডিভাইস থেকে অ্যাকাউন্টটি অবৈধভাবে অ্যাকসেস করা হয়েছে।
advertisement
7/7
এছাড়া আমরা নির্বাচিত ব্যক্তি, সমস্ত পরিচিতি বা সবার থেকে আমাদের অনলাইন উপস্থিত থাকার বিষয়টিও লুকিয়ে রাখতে পারব। এই মুহূর্তে অ্যান্ড্রয়েড এবং আইওএসের মধ্যে স্মার্ট মাইগ্রেশন ফিচার নিয়েও কাজ করছে সংস্থা। এর ফলে যে কেউ এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে খুব দ্রুত ও সহজে চ্যাট, ফটো এবং ভিডিও ট্রান্সফার করতে পারবেন। তবে এ ক্ষেত্রে কলিং হিস্টরিকে ট্রান্সফার করা যাবে না।
এছাড়া আমরা নির্বাচিত ব্যক্তি, সমস্ত পরিচিতি বা সবার থেকে আমাদের অনলাইন উপস্থিত থাকার বিষয়টিও লুকিয়ে রাখতে পারব। এই মুহূর্তে অ্যান্ড্রয়েড এবং আইওএসের মধ্যে স্মার্ট মাইগ্রেশন ফিচার নিয়েও কাজ করছে সংস্থা। এর ফলে যে কেউ এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে খুব দ্রুত ও সহজে চ্যাট, ফটো এবং ভিডিও ট্রান্সফার করতে পারবেন। তবে এ ক্ষেত্রে কলিং হিস্টরিকে ট্রান্সফার করা যাবে না।
advertisement
advertisement
advertisement