Air Conditioner: বর্ষাকালে কত ডিগ্রিতে রাখা উচিত AC? যাতে পকেটেও টান পড়বে কম, ভাল থাকবে মেশিনও

Last Updated:
Ideal AC Temperature in Monsoon: বর্ষায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়৷ সেই কারণ, এই সময় এসি-র যত্নের আরও বেশি করে প্রয়োজন হয়৷ এর পরে এটাও জানা দরকার যে বর্ষাকালে ঠিক কত ডিগ্রিতে রাখা উচিত এসি সবচেয়ে ভাল কাজ করে এবং বিদ্যুতের বিলও কম আসে..
1/7
বর্ষায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়৷ সেই কারণ, এই সময় এসি-র যত্নের আরও বেশি করে প্রয়োজন হয়৷ এর পরে এটাও জানা দরকার যে বর্ষাকালে ঠিক কত ডিগ্রিতে রাখা উচিত এসি সবচেয়ে ভাল কাজ করে এবং বিদ্যুতের বিলও কম আসে..
বর্ষায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়৷ সেই কারণ, এই সময় এসি-র যত্নের আরও বেশি করে প্রয়োজন হয়৷ এর পরে এটাও জানা দরকার যে বর্ষাকালে ঠিক কত ডিগ্রিতে রাখা উচিত এসি সবচেয়ে ভাল কাজ করে এবং বিদ্যুতের বিলও কম আসে..
advertisement
2/7
বর্ষাকাল এসি-র হাওয়া সবচেয়ে ভাল লাগে, কারণ এসির হাওয়ায় একই সঙ্গে ঘরের ভিতরের তাপমাত্রা এবং আর্দ্রতা দুই-ই নিয়ন্ত্রণে থাকে৷
বর্ষাকাল এসি-র হাওয়া সবচেয়ে ভাল লাগে, কারণ এসির হাওয়ায় একই সঙ্গে ঘরের ভিতরের তাপমাত্রা এবং আর্দ্রতা দুই-ই নিয়ন্ত্রণে থাকে৷
advertisement
3/7
 কিন্তু বর্ষাকালে এসি-র ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা উচিত৷ কারণ অনেক সময়েই দেখা যায়, এসিতে অদ্ভুত রকমের শব্দ হচ্ছে বা এসি থেকে কোনও দুর্গন্ধ বেরচ্ছে অথবা জল পড়ার মতো সমস্যা দেখা দিচ্ছে৷
কিন্তু বর্ষাকালে এসি-র ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা উচিত৷ কারণ অনেক সময়েই দেখা যায়, এসিতে অদ্ভুত রকমের শব্দ হচ্ছে বা এসি থেকে কোনও দুর্গন্ধ বেরচ্ছে অথবা জল পড়ার মতো সমস্যা দেখা দিচ্ছে৷
advertisement
4/7
যে কোনও আবহাওয়ায় এসির যথাযথ যত্ন নিলে তবেই তার আয়ু বাড়ে। তবে বিশেষ করে বর্ষাকালে, এয়ার কন্ডিশনারের কর্মক্ষমতা যাতে প্রভাবিত না হয়, সেদিকে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।
যে কোনও আবহাওয়ায় এসির যথাযথ যত্ন নিলে তবেই তার আয়ু বাড়ে। তবে বিশেষ করে বর্ষাকালে, এয়ার কন্ডিশনারের কর্মক্ষমতা যাতে প্রভাবিত না হয়, সেদিকে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।
advertisement
5/7
অনেক সময়েই আমরা ভাবি বর্ষাকালে ঠিক কত টেম্পারেচার সেট করলে সেটা যথাযথ হবে৷ বর্ষায় সময় এসি ২৪-২৬ ডিগ্রির মধ্যে সেট করতে পারেন।
অনেক সময়েই আমরা ভাবি বর্ষাকালে ঠিক কত টেম্পারেচার সেট করলে সেটা যথাযথ হবে৷ বর্ষায় সময় এসি ২৪-২৬ ডিগ্রির মধ্যে সেট করতে পারেন।
advertisement
6/7
এটি এই মরসুমের জন্য উপযুক্ত তাপমাত্রা, এবং এতে বিদ্যুৎও সাশ্রয় হয়। যদি তাপমাত্রা ২৪, ২৫ বা ২৬-এ রাখেন, তাহলে ওই তাপমাত্রায় পৌঁছতে বেশি সময় লাগবে না। কম্প্রেসারের উপরে কম চাপ পড়ে৷ বিদ্যুৎও কম খরচ হয়।
এটি এই মরসুমের জন্য উপযুক্ত তাপমাত্রা, এবং এতে বিদ্যুৎও সাশ্রয় হয়। যদি তাপমাত্রা ২৪, ২৫ বা ২৬-এ রাখেন, তাহলে ওই তাপমাত্রায় পৌঁছতে বেশি সময় লাগবে না। কম্প্রেসারের উপরে কম চাপ পড়ে৷ বিদ্যুৎও কম খরচ হয়।
advertisement
7/7
এছাড়া বর্ষাকালে প্রয়োজন অনুযায়ী এসির কুল, ড্রাই, ফ্যান মোড ব্যবহার করতে পারেন।
এছাড়া বর্ষাকালে প্রয়োজন অনুযায়ী এসির কুল, ড্রাই, ফ্যান মোড ব্যবহার করতে পারেন।
advertisement
advertisement
advertisement