Vodafone Idea Plans: একবার রিচার্জে পরিবারের সবাই পাবে আনলিমিটেড ইন্টারনেট! দারুন প্ল্যান আনল Vi

Last Updated:
কারও ওয়ার্ক ফ্রম হোম, কারও অনলাইন ক্লাস। গোটা পরিবার পাবে আনলিমিটেড ডেটা ও ভয়েল কলের সুবিধা। জেনে নিন এই রিচার্জ সম্পর্কে।
1/5
Vodafone Idea (Vi) এবার লঞ্চ করল RedX ফ্যামিলি প্ল্যান। তিন অথবা পাঁচ সদস্যের পরিবারের সবাই পাবেন আনলিমিটেড ডেটা।
Vodafone Idea (Vi) এবার লঞ্চ করল RedX ফ্যামিলি প্ল্যান। তিন অথবা পাঁচ সদস্যের পরিবারের সবাই পাবেন আনলিমিটেড ডেটা।
advertisement
2/5
1,699 ও 2,299, এই দুটি রিচার্জ করতে পারবেন গ্রাহকরা। এই রিচার্জের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হল লক ইন পিরিয়ড। এই প্ল্যান নিলে গ্রাহককে অন্তত ৬ মাস পরিষেবা গ্রহণ করতে হবে।
1,699 ও 2,299, এই দুটি রিচার্জ করতে পারবেন গ্রাহকরা। এই রিচার্জের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হল লক ইন পিরিয়ড। এই প্ল্যান নিলে গ্রাহককে অন্তত ৬ মাস পরিষেবা গ্রহণ করতে হবে।
advertisement
3/5
গ্রাহক চাইলে ৬ মাসের আগে প্ল্যান থেকে বেরিয়ে যেতে পারেন। সেক্ষ্ত্রে তিন হাজার টাকার এক্জিট ফি দিতে হবে। তবে গ্রাহক নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি হটস্টারের ভিআইপি মেম্বারশিপ পাবেন এক বছরেরস জন্য।
গ্রাহক চাইলে ৬ মাসের আগে প্ল্যান থেকে বেরিয়ে যেতে পারেন। সেক্ষ্ত্রে তিন হাজার টাকার এক্জিট ফি দিতে হবে। তবে গ্রাহক নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি হটস্টারের ভিআইপি মেম্বারশিপ পাবেন এক বছরেরস জন্য।
advertisement
4/5
আসলে এখন অনেক পরিবারেই প্রচুর ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে। কারও ওয়ার্ক ফ্রম হোম,, কারও স্কুলের অনলাইন ক্লাস। তাই গোটা পরিবারের ইন্টারনেটের চাহিদা মেটাতে এই প্ল্যান লঞ্চ করেছে ভিআই।
আসলে এখন অনেক পরিবারেই প্রচুর ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে। কারও ওয়ার্ক ফ্রম হোম,, কারও স্কুলের অনলাইন ক্লাস। তাই গোটা পরিবারের ইন্টারনেটের চাহিদা মেটাতে এই প্ল্যান লঞ্চ করেছে ভিআই।
advertisement
5/5
ফোর জি আনলিমিটেড ডেটার সঙ্গে পরিবারের প্রত্যেক সদস্য আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও পাবেন গ্রাহকরা।
ফোর জি আনলিমিটেড ডেটার সঙ্গে পরিবারের প্রত্যেক সদস্য আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও পাবেন গ্রাহকরা।
advertisement
advertisement
advertisement