Wi-Fi কানেক্ট আছে কিন্তু তাও কাজ করছে না ইন্টারনেট? কয়েক ক্লিকেই হবে সব মুশকিল আসান
- Published by:Ananya Chakraborty
Last Updated:
দেখে নেওয়া যাক এক নজরে খুব সহজেই বাড়িতে বসে কীভাবে কম্পিউটারে Wi-Fi ইন্টারনেট ফিরিয়ে আনতে হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
ফরগেট Wi-Fi নেটওয়ার্ক - Wi-Fi-এর এই ধরনের সমস্যার মোকাবিলা করার জন্য ফরগেট Wi-Fi নেটওয়ার্ক অন করতে হবে। এর জিৃন্য ফোনের Wi-Fi বিভাগে যেতে হবে এবং Forget অপশনে ক্লিক করতে হবে। ল্যাপটপের Wi-Fi সেটিংসেও Wi-Fi ফরগেটের অপশন রয়েছে। Wi-Fi নেটওয়ার্ক মুছে ফেলার পরে, এটি আবার কানেক্ট করতে হবে। এর পর ইন্টারনেট কাজ করা শুরু করবে।
advertisement
advertisement
advertisement
