একটি বাড়ি সুন্দর হয়ে ওঠে যখন তার প্রতিটি কোণা পরিষ্কার থাকে। আমরা সব দিকে খেয়াল রাখি, নিয়মিত ঝুল ঝাড়াও হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ঘরে দেওয়ালে থাকা স্যুইচ বোর্ডগুলি নোংরা হয়ে থাকে। বিশেষত যাঁরা সাদা রঙের বোর্ড লাগান। অথবা, রঙিন হলেও সময়ের সঙ্গে সঙ্গে তারা উজ্জ্বলতা হারিয়ে ফেলে, ময়লা হয়ে যায়।
কিন্তু আমরা সকলেই চাই সব সময় ঘর থাকুক নতুনের মতো। অতিথি হোক বা বন্ধু— সকলেই যেন একবাক্যে প্রশংসা করে। স্যুইচ বোর্ড পরিষ্কার করার ক্ষেত্রে একটা বড় সমস্যা হল ভয়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয় কাজ করে মনে। কী দিয়ে পরিষ্কার করা যাবে স্যুইচ, কেমন ভাবে নিরাপদে পরিষ্কার করা যায়— তা নিয়ে নানা বিভ্রান্তি তো রয়েছেই। ফলে খানিকটা সমস্যা হয়।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা— স্যুইচ এবং বোর্ড পরিষ্কার করার আগে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল বাড়ির বৈদ্যুৎ সরবরাহ বন্ধ করা। এটা ভুলে গেলে চলবে না। নাহলে বিপদ ঘটতেই পারে। যদি বোর্ডে কোনও ফিউজ থাকে তা সরিয়ে ফেলতে হবে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা কমবে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিপদ এড়াতে নিজের পায়ে রাবার বা চামড়ার চপ্পলও পরে নেওয়া যেতে পারে।
টুথপেস্টের ব্যবহার— টুথপেস্ট দিয়ে বাড়ির সমস্ত স্যুইচ বোর্ড উজ্জ্বল করে তোলা যেতে পারে। সামান্য টুথপেস্ট দিয়েই ঠিকমতো পরিষ্কার হয়ে যাবে। প্রয়োজনে শুধু এই স্যুইচ বোর্ড পরিষ্কার করার জন্য ১০ টাকার একটি ছোট টুথপেস্ট কিনে আনা যেতে পারে। সঙ্গে লাগবে সামান্য বেকিং সোডা। একটি পাত্রে টুথ পেস্ট বের করে, দু’চামচ বেকিং সোডা এবং কয়েক ফোঁটা জল মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে।
স্পিরিটও কার্যকরী— স্যুইচ বোর্ড চকচকে করার জন্য বাজার থেকে কেনা যে কোনও সাধারণ ক্লিনিং স্পিরিট ব্যবহার করা যেতে পারে। বহুদিনের জমে থাকা ময়লা ও দাগ দূর করতে পারে এগুলি। একটি সুতির কাপড়ে স্পিরিট লাগিয়ে ব্যবহার করতে হবে। তবে স্পিরিটের পরিমাণ খুব অল্প হতে হবে, যাতে এটি স্যুইচের ভিতরে ঢুকে না যায়।