Whatsapp অনেকগুলি প্রয়োজনীয় ফিচার যোগ করেছে নতুন করে। গত কয়েক মাসে এই আপডেট করা হয়েছে। কিন্তু এই মেসেজিং প্ল্যাটফর্মে এ বার আসতে চলেছে কিছু মজাদার জিনিস। নতুন এক রিপোর্টে বলা হয়েছে, Meta-অধীনস্থ মেসেজিং অ্যাপটি শীঘ্রই তার ব্যবহারকারীদের ডিজিটাল অবতার তৈরি করে দিতে পারে। শুধু তাই নয়, এই অবতারের সঙ্গেই করা যাবে ভিডিও কল।
WAbetainfo-এর রিপোর্ট অনুযায়ী, এই ফিচারটি এখনও পরীক্ষা নিরীক্ষা স্তরে রয়েছে। তাই হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ব্যবহারকারীদের হাতে পৌঁছতে কিছুটা সময় লাগবে। বর্তমানে ভার্চুয়াল অবতারগুলি ডিজিটাল ইকোসিস্টেমের একটি মূল অংশ হয়ে উঠেছে। iPhone-এ নিজস্ব ‘মেমোজি’ সংস্করণ রয়েছে। তাতে সেলফি ক্যামেরায় ‘ফেস সেন্সর’ ব্যবহার করে তৈরি করা যেতে পারে ডিজি অবতার।