ঘর-বাড়ি থাকবে আরও সুরক্ষিত, ফিঙ্গারপ্রিন্ট বা পরিচিত মুখ ছাড়া খুলবেই না দরজা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে কী কী ধরনের স্মার্ট ডোর লক পাওয়া যাচ্ছে।
অ্যামাজনে চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভেল সেল। এই সেলে গ্রাহকরা ইলেকট্রনিক প্রোডাক্ট, গ্যাজেট, অডিও প্রোডাক্টের মতো বিভিন্ন ধরনের জিনিস খুবই কম দামে ক্রয় করতে পারবে। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে বিভিন্ন ধরনের স্মার্ট ডোর লক পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে। এই ধরনের স্মার্ট ডোর লক খোলা এবং বন্ধ করার জন্য স্মার্টফোন ব্যবহার করা যাবে।
advertisement
advertisement
L&G Digital Smart Door Lock - অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে এই স্মার্ট ডোর লকের ওপর পাওয়া যাচ্ছে ১৭,৯৯৯ টাকার ছাড়। এর ফলে এই স্মার্ট ডোর লক পাওয়া যাচ্ছে মাত্র ১২,০০০ টাকায়। এই স্মার্ট ডোর লক কাঠের দরজা ছাড়াও মেটালের দরজাতেও লাগানো সম্ভব। এই স্মার্ট ডোর লকে রয়েছে আলাদা আলাদা ৬টি অ্যাক্সেস মোড। এর মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, নিউম্যারিকাল পাসকোড, আরএফআইডি কোড, ওটিপি ইত্যাদি।
advertisement
QUBO Smart Door Lock From Hero Group - অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে এই স্মার্ট ডোর লকের ওপর পাওয়া যাচ্ছে ১৬,০০০ টাকার ছাড়। এর ফলে এই স্মার্ট ডোর লক পাওয়া যাচ্ছে মাত্র ১৩,৯৯০ টাকায়। এই স্মার্ট ডোর লকে রয়েছে লক ফিঙ্গারপ্রিন্ট পাসকোড, ব্লুটুথ, মোবাইল অ্যাপ, আরএফআইডি অ্যাকসেস ইত্যাদি সহ ৫টি আনলকিং সিস্টেম।
advertisement
advertisement
Valencia Hola Smart Door Lock With Fingerprint - অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে এই স্মার্ট ডোর লকের ওপর পাওয়া যাচ্ছে ১৩৫০০ টাকার ছাড়। এর ফলে এই স্মার্ট ডোর লক পাওয়া যাচ্ছে মাত্র ৮৪৯৯ টাকায়। এই স্মার্ট ডোর লকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেস। এর ফলে পাসওয়ার্ড এবং চাবি ভুলে যাওয়ার সমস্যা তৈরি হবে না। এই স্মার্ট ডোর লকে টাচ কিপ্যাড টেকনোলজির মাধ্যমে বিভিন্ন ধরনের পিনকোড দিয়ে লক এবং আনলক করা সম্ভব।