মিক্সার গ্রাইন্ডারের গায়ে জমছে আঠালো ময়লা? নিমেষে ঝকঝকে হবে এই পদ্ধতিতে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Clean Mixer Grinder Within Minutes : মিক্সারের সারা শরীরে তেল-তেলে আঠালো ময়লা জমে যায়। যত দিন যায়, ততই বাড়তে থাকে নোংরা।
রান্নাঘর এখন অনেক স্মার্ট। প্রযুক্তির কল্যাণে নানা রকমের যন্ত্রপাতি রান্নাঘরের কাজকে আনায়াস করেছে। বর্তমান প্রজন্মের রান্নাঘরে অপরিহার্য হল মিক্সার গ্রাইন্ডার। আগে শিল-নোড়ার সাহায্যেই নানা ধরনের মশলা পেষাই করার কাজ চলত। এখন মিক্সার-গ্রাইন্ডারের সেই জায়গা নিয়েছে। খুব সহজেই কয়েক ঘণ্টার কাজ দু’এক মিনিটে সমাধা করা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
বেকিং পাউডার: রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার করার জন্য বেকিং পাউডার খুবই উপযোগী। জলের সঙ্গে মিশিয়ে একটি পাতলা পেস্ট তৈরি করে নিতে হবে। এটি মিক্সারের গায়ে ভাল করে মাখিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। এবার একটি পরিষ্কার ভেজা কাপড় দিয়ে ঘষে ঘষে ভাল করে মুছে নিতে হবে। যেকোনও দাগ এমনকী দুর্গন্ধও দূর হয়ে যাবে।
advertisement
advertisement