Best Prepaid Plan Under 500: ৫০০ টাকার মধ্যে আকর্ষণীয় সব প্রিপেড প্ল্যান সঙ্গে ২ মাসের ভ্যালিডিটি! দেখে নিন এক নজরে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Best Prepaid Plan Under 500: জেনে নেওয়া যাক Jio, Airtel এবং Vi-এর সেরা কিছু প্রিপেড রিচার্জ প্ল্যান
advertisement
তবে কোনও টেলিকম অপারেটরই সম্পূর্ণ ৬০ দিনের ভ্যালিডিটির সঙ্গে সম্পূর্ণ প্ল্যান অফার করছে না। প্রত্যেক ক্ষেত্রেই ৫৬ দিনের ভ্যালিডিটির সঙ্গে গ্রাহকরা প্রিপেড (Pre-paid) প্যাক পাবেন। তবে দীর্ঘ মেয়াদি প্ল্যান নিতে হলে কমপক্ষে ৫০০ টাকার রিচার্জ করতেই হবে। জেনে নেওয়া যাক Jio, Airtel এবং Vi-এর সেরা কিছু প্রিপেড রিচার্জ প্ল্যান
advertisement
advertisement
advertisement
৫০০ টাকার নিচে Airtel-এর প্রিপেড রিচার্জ প্ল্যান - Airtel-ও একই ধরনের প্ল্যান অফার করছে, কিন্তু এতে Reliance Jio-এর থেকে বেশি সুবিধা রয়েছে। একটি ৪৭৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে রয়েছে দৈনিক ডেটা ১.৫জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা সহ FASTag-এ ১০০ টাকার ক্যাশব্যাক প্যাক।
advertisement
advertisement
advertisement