Best Prepaid Plan Under 500: ৫০০ টাকার মধ্যে আকর্ষণীয় সব প্রিপেড প্ল্যান সঙ্গে ২ মাসের ভ্যালিডিটি! দেখে নিন এক নজরে

Last Updated:
Best Prepaid Plan Under 500: জেনে নেওয়া যাক Jio, Airtel এবং Vi-এর সেরা কিছু প্রিপেড রিচার্জ প্ল্যান
1/8
Jio, Airtel এবং Vi গ্রাহকদের জন্য সুখবর! ভারতের সেরা তিন টেলিকম অপারেটর কোম্পানি তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নানা আকর্ষণীয় অফার। এর মধ্যে ৫০০ টাকার নীচে বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান রয়েছে৷
Jio, Airtel এবং Vi গ্রাহকদের জন্য সুখবর! ভারতের সেরা তিন টেলিকম অপারেটর কোম্পানি তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নানা আকর্ষণীয় অফার। এর মধ্যে ৫০০ টাকার নীচে বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান রয়েছে৷
advertisement
2/8
তবে কোনও টেলিকম অপারেটরই সম্পূর্ণ ৬০ দিনের ভ্যালিডিটির সঙ্গে সম্পূর্ণ প্ল্যান অফার করছে না। প্রত্যেক ক্ষেত্রেই ৫৬ দিনের ভ্যালিডিটির সঙ্গে গ্রাহকরা প্রিপেড (Pre-paid) প্যাক পাবেন। তবে দীর্ঘ মেয়াদি প্ল্যান নিতে হলে কমপক্ষে ৫০০ টাকার রিচার্জ করতেই হবে। জেনে নেওয়া যাক Jio, Airtel এবং Vi-এর সেরা কিছু প্রিপেড রিচার্জ প্ল্যান
তবে কোনও টেলিকম অপারেটরই সম্পূর্ণ ৬০ দিনের ভ্যালিডিটির সঙ্গে সম্পূর্ণ প্ল্যান অফার করছে না। প্রত্যেক ক্ষেত্রেই ৫৬ দিনের ভ্যালিডিটির সঙ্গে গ্রাহকরা প্রিপেড (Pre-paid) প্যাক পাবেন। তবে দীর্ঘ মেয়াদি প্ল্যান নিতে হলে কমপক্ষে ৫০০ টাকার রিচার্জ করতেই হবে। জেনে নেওয়া যাক Jio, Airtel এবং Vi-এর সেরা কিছু প্রিপেড রিচার্জ প্ল্যান
advertisement
3/8
৫০০ টাকার নিচে Jio-এর প্রিপেড রিচার্জ প্ল্যান -Jio-এর ৪৭৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে রয়েছে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধার পাশাপাশি প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা। এ ছাড়াও থাকছে দৈনিক ১.৫জিবি ডেটা অর্থাৎ মোট ৮৪জিবি ডেটার সুবিধা।
৫০০ টাকার নিচে Jio-এর প্রিপেড রিচার্জ প্ল্যান -Jio-এর ৪৭৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে রয়েছে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধার পাশাপাশি প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা। এ ছাড়াও থাকছে দৈনিক ১.৫জিবি ডেটা অর্থাৎ মোট ৮৪জিবি ডেটার সুবিধা।
advertisement
4/8
Reliance Jio-এর ৫০০ টাকার মধ্যে ২ মাসের ভ্যালিডিটি যুক্ত এবং ২জিবি দৈনিক ডেটা প্ল্যানের কোনও সুবিধা আপাতত নেই। গ্রাহকরা ৪৭৯ টাকার প্রিপেইড প্ল্যানটি কিনলে ৫৬ দিনের জন্য এর ভ্যালিডিটি থাকবে। এ ছাড়াও গ্রাহকরা প্যাকটিতে JioTV অ্যাপ এবং JioCinema অ্যাপ বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন।
Reliance Jio-এর ৫০০ টাকার মধ্যে ২ মাসের ভ্যালিডিটি যুক্ত এবং ২জিবি দৈনিক ডেটা প্ল্যানের কোনও সুবিধা আপাতত নেই। গ্রাহকরা ৪৭৯ টাকার প্রিপেইড প্ল্যানটি কিনলে ৫৬ দিনের জন্য এর ভ্যালিডিটি থাকবে। এ ছাড়াও গ্রাহকরা প্যাকটিতে JioTV অ্যাপ এবং JioCinema অ্যাপ বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন।
advertisement
5/8
৫০০ টাকার নিচে Airtel-এর প্রিপেড রিচার্জ প্ল্যান - Airtel-ও একই ধরনের প্ল্যান অফার করছে, কিন্তু এতে Reliance Jio-এর থেকে বেশি সুবিধা রয়েছে। একটি ৪৭৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে রয়েছে দৈনিক ডেটা ১.৫জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা সহ FASTag-এ ১০০ টাকার ক্যাশব্যাক প্যাক।
৫০০ টাকার নিচে Airtel-এর প্রিপেড রিচার্জ প্ল্যান - Airtel-ও একই ধরনের প্ল্যান অফার করছে, কিন্তু এতে Reliance Jio-এর থেকে বেশি সুবিধা রয়েছে। একটি ৪৭৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে রয়েছে দৈনিক ডেটা ১.৫জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা সহ FASTag-এ ১০০ টাকার ক্যাশব্যাক প্যাক।
advertisement
6/8
এ ছাড়াও গ্রাহকরা অ্যাপোলোতে তিন মাসের বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে বিনামূল্যে উইঙ্ক মিউজিক অ্যাপ (Wynk Music app) এবং হ্যালোটিউনস (HelloTunes) অ্যাক্সেসের সুযোগ। এই প্ল্যানটিতেও ৫৬ দিনের ভ্যালিডিটি রয়েছে।
এ ছাড়াও গ্রাহকরা অ্যাপোলোতে তিন মাসের বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে বিনামূল্যে উইঙ্ক মিউজিক অ্যাপ (Wynk Music app) এবং হ্যালোটিউনস (HelloTunes) অ্যাক্সেসের সুযোগ। এই প্ল্যানটিতেও ৫৬ দিনের ভ্যালিডিটি রয়েছে।
advertisement
7/8
৫০০ টাকার নিচে Vi-এর প্রিপেড রিচার্জ প্ল্যান - Vi-এর প্যাকে ৪৭৯ টাকার প্রিপেইড প্যাক রিচার্জ করলে প্রতিদিন ১.৫জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ৫৬ দিনের ভ্যালিডিটি-সহ প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা রয়েছে।
৫০০ টাকার নিচে Vi-এর প্রিপেড রিচার্জ প্ল্যান - Vi-এর প্যাকে ৪৭৯ টাকার প্রিপেইড প্যাক রিচার্জ করলে প্রতিদিন ১.৫জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ৫৬ দিনের ভ্যালিডিটি-সহ প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা রয়েছে।
advertisement
8/8
এ ছাড়া গ্রাহকরা রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড নাইট ডেটা প্যাকের সুবিধা পাবেন। সপ্তাহের বাকি দিনের বকেয়া ডেটা শনিবার-রবিবারে ফরওয়ার্ড করা হয়। উপরন্তু, Vodafone কোনও অতিরিক্ত খরচ ছাড়াই প্রতি মাসে ২জিবি পর্যন্ত ব্যাকআপ ডেটাও অফার করেছে।
এ ছাড়া গ্রাহকরা রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড নাইট ডেটা প্যাকের সুবিধা পাবেন। সপ্তাহের বাকি দিনের বকেয়া ডেটা শনিবার-রবিবারে ফরওয়ার্ড করা হয়। উপরন্তু, Vodafone কোনও অতিরিক্ত খরচ ছাড়াই প্রতি মাসে ২জিবি পর্যন্ত ব্যাকআপ ডেটাও অফার করেছে।
advertisement
advertisement
advertisement