ব্যবহারকারীদের হেনস্থার হাত থেকে বাঁচাবে Instagram; আনছে নতুন ফিচার
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Instagram তার ব্যবহারকারীদের হেনস্থা হওয়ার হাত থেকে বাঁচাতে হিডেন ওয়ার্ডসের আপডেট-সহ আরও নতুন নতুন ফিচার নিয়ে এসেছে।
advertisement
এই অ্যাপটি ব্যবহারকারীদের সুবিধে করে দিতে ও অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তুলতে লাগাতার বিভিন্ন ফিচার যোগ করে চলেছে। সম্প্রতি ইনস্টাগ্রাম তার ব্যবহারকারীদের হেনস্থা হওয়ার হাত থেকে বাঁচাতে হিডেন ওয়ার্ডসের আপডেট-সহ আরও নতুন নতুন ফিচার নিয়ে এসেছে। অর্থাৎ এখন যদি ব্যবহারকারী কাউকে ব্লক করেন, তা হলে তার কাছে অতিরিক্ত আরও অ্যাকাউন্ট ব্লক করারও অপশন থাকবে।
advertisement
advertisement
এই নতুন পরিবর্তনের জন্য প্রথম পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে, সংস্থা আশা করছে যে প্রতি সপ্তাহে মাত্র চার মিলিয়নেরও কম অ্যাকাউন্ট ব্লক করতে হবে। কারণ এই অ্যাকাউন্টগুলি এখন স্বয়ংক্রিয় ভাবেই ব্লক হয়ে যাবে। গত বছর এই ফিচার চালু হওয়ার পর থেকে প্রায় কমপক্ষে ১০,০০০ ফলোয়ারের প্রতি পাঁচজনের মধ্যে একজনেরও বেশি এই হিডেন ওয়ার্ডস ফিচারটি সক্রিয় করেছেন।
advertisement
advertisement
advertisement
সংস্থার এই নতুন নোটিফিকেশনের প্রভাব ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেক ক্ষেত্রেই লাগাম পরাবে বলে মনে করছেন ইনস্ট্রাগ্রাম কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের অযথা বা হঠাৎ কোনও মন্তব্য করতে নিরুৎসাহিত করবে এই ফিচার। শুধুমাত্র কমেন্ট সেকশন নয়, কাউকে অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠানোর আগে বা সরাসরি মেসেজ করার সময়েও এই ফিচার সক্রিয় থাকবে।