পেট্রোলের আগুন দাম। অনেকেই এখন আর বেশি সিসি-র বাইক কিনতে চাইছেন না। মাইলেজ বেশি দেবে যে বাইক তারই এখন বিক্রি বেশি। আর এমন পরিস্থিতিতে বাজার কাঁপাচ্ছিল Honda SP 125.
advertisement
2/5
অনেকেই বলছেন Honda SP 125 প্রতি লিটার পেট্রোলে ৭০-এর বেশি মাইলেজ দিচ্ছে। পেট্রোলের চড়া দামের মধ্যে তাই এই বাইকের রেকর্ড বিক্রি হয়েছে।
advertisement
3/5
সুযোগ বুঝে এবার Shine, SP 125- এই দুটি মডেলের দাম বাড়িয়ে দিল হন্ডা। দুটি মডেলের দাম বাড়ল ১২৩৭ টাকা করে।
advertisement
4/5
হন্ডা সাইন-এর দাম ছিল ৭১,৫৫০ (এক্স শো-রুম)। বেড়ে হল ৭২, ৭৮৭। এটা ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টের নতুন দাম। ডিস্ক ভ্যারিয়েন্টের দাম ছিল ৭৬, ৩৪৬ (এক্স শো-রুম)। বেড়ে হয়েছে ৭৭, ৫৮২।
advertisement
5/5
এর আগে জুন মাসেই ১২৫ সিসি মডেলের দাম বাড়িয়েছিল হন্ডা। Honda SP 125-এর দাম হল ৭৮,৩৮১ (এক্স-শোরুম)। ডিস্ক ভ্যারিয়েন্টের দাম হল ৮২,৬৭৭।