গ্রীষ্ম শুরু হওয়ায় সঙ্গে সঙ্গেই বেড়ে গিয়েছে কুলারের চাহিদা। সকলেই এমন কুলার খুঁজছেন যা অপারেট করা যাবে খুব সহজে এবং যা ঘরকে করে তুলবে এসি-র মতোই সুশীতল। চিন্তা নেই, বাজারে এমন একটি কুলার চলে এসেছে, যা প্রচণ্ড গরমেও ঘরকে ঠান্ডা রাখতে সক্ষম। এক নজরে দেখে নেওয়া যাক সেই কুলারের সমস্ত খুঁটিনাটি।