Airtel-এর অফিস ইন্টারনেটে গ্রাহকরা পেয়ে যাবেন 1 Gbps পর্যন্ত ব্রডব্যান্ড, জানুন বিশদে

Last Updated:
এয়ারটেল অফিস ইন্টারনেট লঞ্চ করার জন্য কোম্পানি গুগল ক্লাউড এবং সিস্কোর সঙ্গে হাত মিলয়েছে সংস্থা
1/4
এবার অফিস ইন্টারনেট প্ল্যান চালু করল টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল (Bharti Airtel)। কোম্পানি জানিয়েছে যে এই প্ল্যানটি ছোট ব্যবসায়ী (Small Traders), এসএমই (SME) আর টেক স্টার্ট-আপ (Tech Startups) এর ডিজিটাল কানেক্টিভিটির প্রয়োজনের কথা মাথায় রেখে লঞ্চ করেছে। এয়ারটেল অফিস ইন্টারনেট লঞ্চ করার জন্য কোম্পানি গুগল ক্লাউড এবং সিস্কোর সঙ্গে অংশীদারি করেছে।
এবার অফিস ইন্টারনেট প্ল্যান চালু করল টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল (Bharti Airtel)। কোম্পানি জানিয়েছে যে এই প্ল্যানটি ছোট ব্যবসায়ী (Small Traders), এসএমই (SME) আর টেক স্টার্ট-আপ (Tech Startups) এর ডিজিটাল কানেক্টিভিটির প্রয়োজনের কথা মাথায় রেখে লঞ্চ করেছে। এয়ারটেল অফিস ইন্টারনেট লঞ্চ করার জন্য কোম্পানি গুগল ক্লাউড এবং সিস্কোর সঙ্গে অংশীদারি করেছে।
advertisement
2/4
এয়ারটেল অফিস ইন্টারনেট সুরক্ষিত হাই-স্পিড কানেক্টিভিটি, কনফারেন্সিং এবং ব্যবসায়িক উৎপাদনশীলতার টুলগুলিকে এক প্ল্যান এবং এক বিলের একক সমাধান হিসাবে একত্রিত করবে। এটিকে অল-ইন-ওয়ান এন্টারপ্রাইজ গ্রেড সলিউশন হিসেবে উল্লেখ করে কোম্পানি বলেছে যে এয়ারটেল অফিস ইন্টারনেট একটি প্ল্যান এবং এক বিলের সমন্বিত সমাধান হিসেবে হাই-স্পিড ডেটা কানেক্টিভিটি, কনফারেন্সিং এবং বিজনেস প্রোডাক্টিভিটি টুলস অফার করবে। এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড লোকাল/এসটিডি কলিং সহ ১ জিবিপিএস পর্যন্ত হোম (FTTH) ব্রডব্যান্ড পাবেন।
এয়ারটেল অফিস ইন্টারনেট সুরক্ষিত হাই-স্পিড কানেক্টিভিটি, কনফারেন্সিং এবং ব্যবসায়িক উৎপাদনশীলতার টুলগুলিকে এক প্ল্যান এবং এক বিলের একক সমাধান হিসাবে একত্রিত করবে। এটিকে অল-ইন-ওয়ান এন্টারপ্রাইজ গ্রেড সলিউশন হিসেবে উল্লেখ করে কোম্পানি বলেছে যে এয়ারটেল অফিস ইন্টারনেট একটি প্ল্যান এবং এক বিলের সমন্বিত সমাধান হিসেবে হাই-স্পিড ডেটা কানেক্টিভিটি, কনফারেন্সিং এবং বিজনেস প্রোডাক্টিভিটি টুলস অফার করবে। এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড লোকাল/এসটিডি কলিং সহ ১ জিবিপিএস পর্যন্ত হোম (FTTH) ব্রডব্যান্ড পাবেন।
advertisement
3/4
সন্দেহজনক এবং ভুয়ো ডোমেইন, ক্রিপ্টো-লকার (Crypto-Locker) এবং সাইবার অ্যাটাক (Cyber Attack) এর হাত থেকে সুরক্ষিত রাখতে ব্যবহারকারীরা পেয়ে যাবেন দ্রুত এবং নির্ভরযোগ্য সিসকো এবং ক্যাসপারস্কির সিকিউরিটি। গ্রাহকরা এয়ারটেল অফিস ইন্টারনেটের সঙ্গে এইচডি কুয়ালিটির সঙ্গে সময় সীমাহীন এবং নিরাপদ কনফারেন্সিংয়ের (Safe Conferencing) জন্য এয়ারটেল ব্লু জিন্স লাইসেন্স পেয়ে যাবেন বিনামূল্যে।
সন্দেহজনক এবং ভুয়ো ডোমেইন, ক্রিপ্টো-লকার (Crypto-Locker) এবং সাইবার অ্যাটাক (Cyber Attack) এর হাত থেকে সুরক্ষিত রাখতে ব্যবহারকারীরা পেয়ে যাবেন দ্রুত এবং নির্ভরযোগ্য সিসকো এবং ক্যাসপারস্কির সিকিউরিটি। গ্রাহকরা এয়ারটেল অফিস ইন্টারনেটের সঙ্গে এইচডি কুয়ালিটির সঙ্গে সময় সীমাহীন এবং নিরাপদ কনফারেন্সিংয়ের (Safe Conferencing) জন্য এয়ারটেল ব্লু জিন্স লাইসেন্স পেয়ে যাবেন বিনামূল্যে।
advertisement
4/4
এয়ারটেল অফিসের ইন্টারনেট প্ল্যান শুরু ৯৯৯ টাকা থেকে, এতে স্ট্যাটিক আইপি আর প্যারালল রিগিং এর মতো অ্যাড-অন সুবিধাো রয়েছে। এই প্ল্যান সম্পর্কে আরও তথ্যের জন্য, এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করুন।
এয়ারটেল অফিসের ইন্টারনেট প্ল্যান শুরু ৯৯৯ টাকা থেকে, এতে স্ট্যাটিক আইপি আর প্যারালল রিগিং এর মতো অ্যাড-অন সুবিধাো রয়েছে। এই প্ল্যান সম্পর্কে আরও তথ্যের জন্য, এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করুন।
advertisement
advertisement
advertisement