OnePlus Pad না কি OnePlus Pad Go! পুজোয় ট্যাব কিনতে চাইলে কোনটা ভাল হবে? রইল সব ফিচার

Last Updated:
উৎসবের মরশুমে ট্যাব কিনতে চাইলে কোনটা ভাল হবে? রইল ওয়ানপ্লাস প্যাড বনাম ওয়ানপ্লাস প্যাড গো-র চুলচেরা বিশ্লেষণ।
1/11
বছরের শুরুতেই নতুন ট্যাব লঞ্চ করেছিল ওয়ানপ্লাস। নাম ‘ওয়ানপ্লাস প্যাড’। এবার তারা নিয়ে এল ‘ওয়ানপ্লাস প্যাড গো’। উৎসবের মরশুমে ট্যাব কিনতে চাইলে কোনটা ভাল হবে? রইল ওয়ানপ্লাস প্যাড বনাম ওয়ানপ্লাস প্যাড গো-র চুলচেরা বিশ্লেষণ।
বছরের শুরুতেই নতুন ট্যাব লঞ্চ করেছিল ওয়ানপ্লাস। নাম ‘ওয়ানপ্লাস প্যাড’। এবার তারা নিয়ে এল ‘ওয়ানপ্লাস প্যাড গো’। উৎসবের মরশুমে ট্যাব কিনতে চাইলে কোনটা ভাল হবে? রইল ওয়ানপ্লাস প্যাড বনাম ওয়ানপ্লাস প্যাড গো-র চুলচেরা বিশ্লেষণ।
advertisement
2/11
দামের ফারাক: ওয়ানপ্লাস প্যাডের দাম ৩৭,৯৯৯ টাকা। অন্য দিকে, ওয়ানপ্লাস প্যাড গো তুলনামূলক ভাবে সস্তা। এর দাম ২৩,৯৯৯ টাকা। প্রায় ১৪ হাজার টাকার ফারাক।
দামের ফারাক: ওয়ানপ্লাস প্যাডের দাম ৩৭,৯৯৯ টাকা। অন্য দিকে, ওয়ানপ্লাস প্যাড গো তুলনামূলক ভাবে সস্তা। এর দাম ২৩,৯৯৯ টাকা। প্রায় ১৪ হাজার টাকার ফারাক।
advertisement
3/11
ডিসপ্লে: ওয়ানপ্লাস প্যাডে ১১.৬ ইঞ্চির এলসিডি দেওয়া হয়েছে। সঙ্গে ২.৫ডি কার্ভড গ্লাস স্ক্রিন। ওয়ানপ্লাস প্যাড গো-র ডিসপ্লে সামান্য ছোট, ১১.৩ ইঞ্চির। সঙ্গে ২.৪কে ৯০এইচজেড এলসিডি।
ডিসপ্লে: ওয়ানপ্লাস প্যাডে ১১.৬ ইঞ্চির এলসিডি দেওয়া হয়েছে। সঙ্গে ২.৫ডি কার্ভড গ্লাস স্ক্রিন। ওয়ানপ্লাস প্যাড গো-র ডিসপ্লে সামান্য ছোট, ১১.৩ ইঞ্চির। সঙ্গে ২.৪কে ৯০এইচজেড এলসিডি।
advertisement
4/11
প্রসেসর: দুটি ট্যাবেই মিডিয়াটেকের প্রসেসর দেওয়া হয়েছে। ওয়ানপ্লাস প্যাডে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯ এসওসি প্রসেসর। ওয়ানপ্লাস প্যাড গো-তে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর।
প্রসেসর: দুটি ট্যাবেই মিডিয়াটেকের প্রসেসর দেওয়া হয়েছে। ওয়ানপ্লাস প্যাডে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯ এসওসি প্রসেসর। ওয়ানপ্লাস প্যাড গো-তে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর।
advertisement
5/11
অপারেটিং সিস্টেম: ওয়ানপ্লাস প্যাড গো-তে দেওয়া হয়েছে সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম (অক্সিজেন ওএস ১৩.২)। ওয়ানপ্লাস প্যাডে অ্যান্ড্রয়েড ১৩ অক্সিজেন ওএস ১৩.১ অপারেটিংস সিস্টেম রয়েছে।
অপারেটিং সিস্টেম: ওয়ানপ্লাস প্যাড গো-তে দেওয়া হয়েছে সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম (অক্সিজেন ওএস ১৩.২)। ওয়ানপ্লাস প্যাডে অ্যান্ড্রয়েড ১৩ অক্সিজেন ওএস ১৩.১ অপারেটিংস সিস্টেম রয়েছে।
advertisement
6/11
র‍্যাম: ৮ এবং ১২ জিবি র‍্যামে মিলছে ওয়ানপ্লাস প্যাড। ওয়ানপ্লাস প্যাড গো-তে শুধুই ৮ জিবি র‍্যাম ব্যবহার করা হয়েছে।
র‍্যাম: ৮ এবং ১২ জিবি র‍্যামে মিলছে ওয়ানপ্লাস প্যাড। ওয়ানপ্লাস প্যাড গো-তে শুধুই ৮ জিবি র‍্যাম ব্যবহার করা হয়েছে।
advertisement
7/11
স্টোরেজ: স্টোরেজের ক্ষেত্রেও দুটি বিকল্প রয়েছে ওয়ানপ্লাস প্যাডে। ১২৮ জিবি এবং ২৫৬ জিবি। ওয়ানপ্লাস প্যাড গো মিলছে শুধুই ২৫৬ জিবি স্টোরেজে।
স্টোরেজ: স্টোরেজের ক্ষেত্রেও দুটি বিকল্প রয়েছে ওয়ানপ্লাস প্যাডে। ১২৮ জিবি এবং ২৫৬ জিবি। ওয়ানপ্লাস প্যাড গো মিলছে শুধুই ২৫৬ জিবি স্টোরেজে।
advertisement
8/11
ক্যামেরা: ক্যামেরার দিক থেকে ওয়ানপ্লাস প্যাড এগিয়ে। ১৩ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। অন্য দিকে, ওয়ানপ্লাস প্যাড গোতে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
ক্যামেরা: ক্যামেরার দিক থেকে ওয়ানপ্লাস প্যাড এগিয়ে। ১৩ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। অন্য দিকে, ওয়ানপ্লাস প্যাড গোতে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
advertisement
9/11
ফ্রন্ট ক্যামেরা: দুটি ট্যাবেই এক রকমের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ওয়ানপ্লাস প্যাড এবং ওয়ানপ্লাস প্যাড গোতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: দুটি ট্যাবেই এক রকমের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ওয়ানপ্লাস প্যাড এবং ওয়ানপ্লাস প্যাড গোতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
advertisement
10/11
ব্যাটারি: ব্যাটারির দিক থেকে ওয়ানপ্লাস প্যাড সামান্য এগিয়ে। এতে দেওয়া হয়েছে ৯৫১০ এএমএইচ ব্যাটারি। ওয়ানপ্লাস প্যাড গোর ব্যাটারি ক্যাপাসিটি ৮০০০ এএমএইচ।
ব্যাটারি: ব্যাটারির দিক থেকে ওয়ানপ্লাস প্যাড সামান্য এগিয়ে। এতে দেওয়া হয়েছে ৯৫১০ এএমএইচ ব্যাটারি। ওয়ানপ্লাস প্যাড গোর ব্যাটারি ক্যাপাসিটি ৮০০০ এএমএইচ।
advertisement
11/11
রঙ: পছন্দসই রঙ নয়। দুটি ট্যাব একটা রঙেই পাওয়া যায়। ওয়ানপ্লাস প্যাডের রঙ ‘হ্যালো গ্রিন’। ওয়ান প্লাস প্যাড গো মিলছে টুইন মিন্ট রঙে। এখন চাহিদা অনুযায়ী যে কোনও একটা বেছে নিলেই হল।
রঙ: পছন্দসই রঙ নয়। দুটি ট্যাব একটা রঙেই পাওয়া যায়। ওয়ানপ্লাস প্যাডের রঙ ‘হ্যালো গ্রিন’। ওয়ান প্লাস প্যাড গো মিলছে টুইন মিন্ট রঙে। এখন চাহিদা অনুযায়ী যে কোনও একটা বেছে নিলেই হল।
advertisement
advertisement
advertisement